বোলিং উপভোগ করছি, ফিটনেসের উন্নতি হওয়ায় ভালো লাগছে, জানালেন ম্যাচের সেরা কুলদীপ

ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত। ইডেনে ভারতের জয়ের অন্যতম নায়ক কুলদীপ যাদব।

গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি। যুজবেন্দ্র চাহাল চোট পাওয়ায় বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় ওডিআই ম্যাচে দলে জায়গা পান কুলদীপ যাদব। সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স দেখালেন এই চায়নাম্যান স্পিনার। ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। ম্যাচের সেরা হয়েছেন কুলদীপই। ভারতীয় দল ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর কুলদীপ বলেছেন, 'আমি নিজের পারফরম্যান্সে খুশি। আমি যখনই খেলার সুযোগ পাই, তখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার নিজের দক্ষতার উপর ভরসা রয়েছে। আমি যখন খেলি, তখন ম্যাচের দিকেই মন থাকে। আমি যখন প্রথম একাদশে থাকি না, তখন নিশ্চিন্ত থাকা যায়। এই মুহূর্তে আমি নিজের বোলিং উপভোগ করছি। দলের কম্বিনেশন গুরুত্বপূর্ণ। আমি এটা নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু যখন খেলার সুযোগ পাচ্ছি তখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। সবসময় একই গতিতে বোলিং করা সম্ভব নয়। সবসময় নতুন কিছু করার চেষ্টা করে যেতে হয়।'

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও উন্নতি করার চেষ্টা করছেন কুলদীপ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিজের ব্যাটিংয়ের উন্নতি করার চেষ্টা করছি। আমি যখন খেলার সুযোগ পাই না, তখন ব্যাটিংয়ের উন্নতি করার জন্য পরিশ্রম করি। গত এক বছরে আমি ফিটনেসের উন্নতি করারও চেষ্টা করছি। যাবতীয় কৃতিত্ব জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচদের প্রাপ্য। ফিটনেসের উন্নতি হওয়ায় আমি ছন্দে আসতে পেরেছি এবং আরও আক্রমণাত্মক হয়ে উঠেছি। যুজি (যুজবেন্দ্র চাহাল) সবসময় আমাকে সাহায্য করে। ও গত ম্যাচে খেলেছিল। সেই কারণে ওদের ব্যাটারদের খেলার বিষয়ে আমাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে।’

Latest Videos

ম্যাচ শেষ হওয়ার পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘কঠিন ম্যাচ ছিল তবে এই ধরনের ম্যাচ থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। আমরা চাপের মুখে ইনিংস গড়তে পেরেছি। কে এল (রাহুল) বেশ কিছুদিন ধরে ৫ নম্বরে ব্যাটিং করছে। এর ফলে আমাদের ব্যাটিংয়ের গভীরতা বেড়েছে। আমাদের দলের ব্যাটিং ভালো হয়েছে। আমাদের মিডল অর্ডারে একজন বাঁ হাতি ব্যাটার থাকলে ভালো হত তবে আমাদের ডান হাতি ব্যাটারদের দক্ষতার উপর ভরসা রয়েছে।’

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ গুরুত্বহীন। সেই ম্যাচে কি ভারতীয় দলে বদল আনা হবে? রোহিত জানালেন, তিনি এখনও এ ব্যাপারে কিছু ভাবেননি।

আরও পড়ুন-

৫ নম্বরে ব্যাটিং উপভোগ করছেন, ইডেনে ভারতকে জিতিয়ে বললেন কে এল রাহুল

রাহুলের অপরাজিত অর্ধশতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের

রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯, টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ল পৃথ্বী শ-র

Share this article
click me!

Latest Videos

'ওটা আমার জায়গা, ওকে আবার হারাব' তাপসীকে চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari on Tapasi Mondal
‘Mamata Banerjee-কে Bhabanipur-এ হারাবো, ৫ বছর যন্ত্রণা বইবেন!’ মমতাকে কটাক্ষ Suvendu Adhikari-র
Suvendu Adhikari: ‘নন্দীগ্রাম না হলে Mamata Banerjee জীবনেও মুখ্যমন্ত্রী হতেন না, ওঁকে চেনে কে!’
'পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক বেইমান মমতা' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Mamata Banerjee |
'ঠুসে দেব' শুভেন্দুকে পাল্টা মারের হুমকি TMC MLA হুমায়ূন কবীরের | Suvendu Adhikari | Humayun Kabir