বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিলেন না। দল থেকে বাদও পড়তে হয়। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন কে এল রাহুল।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬৪ রান করে অপরাজিত থাকলেন কে এল রাহুল। বাংলাদেশ সফর থেকেই সীমিত ওভারের ফর্ম্যাটে উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলছেন রাহুল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তিনি উইকেটকিপিং করছেন। টানা কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাহুলকে। ইডেনে ফর্মে ফিরলেন তিনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন রাহুল। ম্যাচ শেষ হওয়ার পর এই ব্যাটার বলেন, ‘উইকেট পাটা ছিল না, তবে ব্যাট করা অসম্ভবও ছিল না। স্পোর্টি উইকেট ছিল। আমরা যখন খেলা শুরু করি তখন মনে হচ্ছিল ২৮০ থেকে ৩০০ রান হতে পারে। বল খুব একটা স্যুইং করছিল না, বাউন্স খুব বেশি ছিল না। উইকেটে বোলারদের সাহায্য় করার মতো বেশি কিছু ছিল না। আমরা দারুণ বোলিং করে শ্রীলঙ্কাকে ২১৫ রানে আটকে রাখি।’
নিজেদের ব্যাটিং প্রসঙ্গে রাহুল বলেছেন, 'আমাদের ওপেনাররা আবার শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে। শ্রীলঙ্কা ভালো লড়াই করে। ওরা শুরুতেই উইকেট তুলে নিয়ে আমাদের চাপে ফেলে দেয়। কঠিন ম্যাচ ছিল। আমরা যেভাবে লড়াই করেছি, তাতে গর্বিত হতেই পারি।'
গুয়াহাটিতে প্রথম ম্যাচ আর বৃহস্পতিবার ইডেনে নিজের ব্যাটিং প্রসঙ্গে রাহুল বলেছেন, 'আমরা গুয়াহাটিতে প্রথমে ব্যাটিং করছিলাম। উইকেট খুব ভালো ছিল। আমাদের অতিরিক্ত ২০-২৫ রান করার দরকার ছিল। সেই কারণে যে বোলারই আসুক না কেন, আমরা আক্রমণ করার চেষ্টা করছিলাম। গত ম্যাচে আমি যখন ব্যাট করতে যাই, তখন দল ভালো জায়গায় ছিল। আজ আমরা ৪ উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেই কারণে চাপ কমানো দরকার ছিল। ওদের প্রধান বোলাররা যাতে মাথায় চড়ে না বসে, সেটা নিশ্চিত করা প্রয়োজন ছিল। আজ আমাদের আক্রমণ করার দরকার ছিল না।'
রাহুল আরও বলেছেন, ‘৫ নম্বরে ব্যাটিং করা আমি উপভোগ করছি। ওপেন করতে হলে ফিল্ডিং করে আসার পরেই ফের মাঠে নামতে হয়। ৫ নম্বরে ব্যাটিং করতে হলে স্নান করে, খেয়ে অপেক্ষা করা যায়। দলের প্রয়োজনে যদি আমাকে নির্দিষ্ট স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাটিং করতে বলা হয়, তাহলে আমি সাধ্যমতো চেষ্টা করি। দল আমার কাছ থেকে যেটা চাইছে সেটা করাই আমার লক্ষ্য থাকে। ৫ নম্বরে ব্যাটিং করতে নামলে স্পিনারদের বল মোকাবিলা করতে হয়। ব্যাটে বল এলে আমার ভালো লাগে। রো (রোহিত শর্মা) চাইছে আমি ৫ নম্বরে ব্যাটিং করি। ও আমাকে সে কথা বলেছে।’
আরও পড়ুন-
রাহুলের অপরাজিত অর্ধশতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের
রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯, টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ল পৃথ্বী শ-র
রোহিত শর্মা দলে ফেরায় অনেক বেশি চাপমুক্ত লাগছে, জানালেন হার্দিক পান্ডিয়া