লখনউয়ের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ হার্দিক পান্ডিয়ার, বরখাস্ত কিউরেটর

Published : Jan 31, 2023, 03:20 PM IST
Lucknow pitch curator sacked for preparing poor pitch

সংক্ষিপ্ত

ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পিচ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এরপরেই বরখাস্ত করা হল কিউরেটরকে।

রবিবার লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামে ভারতীয় দল। সেই লো-স্কোরিং ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারতীয় দল। এই ম্যাচ জিতে ভারতীয় দল সিরিজে সমতা ফেরালেও, ম্যাচ শেষ হওয়ার পর পিচ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি এই পিচ দেখে হতবাক হয়ে গিয়েছিলেন বলে জানান হার্দিক। এরপরেই বরখাস্ত করা হল একানা স্টেডিয়ামের কিউরেটরকে। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, 'কিউরেটরকে বরখাস্ত করা হয়েছে। নতুন কিউরেটর হিসেবে নিয়োগ করা হয়েছে সঞ্জীব কুমার আগরওয়ালকে। তিনি অভিজ্ঞ কিউরেটর। আমরা এক মাসের মধ্যেই পিচ বদলে দেব। ভারত-নিউজিল্যান্ডের টি-২০ ম্যাচের আগে সেন্টার উইকেটগুলিতে ঘরোয়া ক্রিকেটের একাধিক ম্যাচ হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের কথা মাথায় রেখে একটি বা দু'টি উইকেট তরতাজা রাখা উচিত ছিল কিউরেটরের। কিন্তু তিনি সেটা করেননি। অত্যধিক ব্যবহারের ফলে পিচ নষ্ট হয়ে গিয়েছিল। খারাপ আবহাওয়ার জন্য নতুন উইকেট তৈরি করার সময়ও পাওয়া যায়নি।'

এর আগে বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে পিচ তৈরির দায়িত্বে ছিলেন সঞ্জীব। তবে গত বছরের অক্টোবরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। তাঁকেই এবার লখনউয়ের স্টেডিয়ামের পিচ তৈরির দায়িত্ব দেওয়া হল। বিসিসিআই-এর কিউরেটর তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন সঞ্জীব।

ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের প্রথম ম্যাচ হয় রাঁচিতে। সেই ম্যাচেও পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হার্দিক। নিউজিল্যান্ড দলও পিচের আচরণ দেখে অবাক হয়ে গিয়েছিল বলে জানা যায়। তবে পিচ নিয়ে অসন্তোষ চরমে পৌঁছয় দ্বিতীয় ম্যাচের পর। হার্দিক বলেন, ‘এই উইকেট দেখে আমি হতবাক হয়ে গিয়েছি। আমরা যে ২ ম্যাচ খেলেছি প্রতিটি ক্ষেত্রেই ভালো পিচ পাইনি। কঠিন পিচে খেলতে আমার আপত্তি নেই কিন্তু এই ২ ম্যাচের উইকেট টি-২০ ম্যাচের উপযুক্ত নয়। যে কিউরেটর পিচ তৈরি করছেন, তিনি যেন আগেও পিচ তৈরি করে থাকেন। যে মাঠে খেলতে যাচ্ছি আমরা সেই মাঠে যেন আগে খেলা হয়েছে সেটা নিশ্চিত করতে হবে।’

বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচ যে দল জিতবে তারাই সিরিজ দখল করবে। পিচ নিয়ে  কৌতূহল তৈরি হয়েছে। আমেদাবাদের পিচকে টি-২০ ম্যাচের উপযুক্ত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন-

অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বাঙালি কন্যার সাফল্যে খুশির জোয়ার পরিবারে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে মানসিক শক্তি বাড়াতে ঋষিকেশের আশ্রমে বিরাট কোহলি

ঝুলন গোস্বামীর পরামর্শ কাজে লেগেছে, জানালেন বিশ্বকাপ ফাইনালের সেরা তিতাস

PREV
click me!

Recommended Stories

টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী
বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?