'মাত্র দুটো ম্যাচ হেরেছি, এত কাঁটাছেঁড়া করার কিছু নেই' সোজাসাপ্টা বললেন রোহিত

Published : Oct 27, 2024, 01:30 AM IST
Rohit Sharma

সংক্ষিপ্ত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হার। 

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের হার। কিন্তু তারপরেও খুব একটা বেশি চিন্তিত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

তাঁর মতে, ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া একটি দলে এইরকম ব্যর্থতা আসতেই পারে। তবে অবশ্যই এটা সাময়িক। তাই বিশেষ কাটাছেঁড়া করারও কোনও জায়গা নেই। আবার অন্যদিকে, দলের গোটা সিস্টেম বদলে ফেলারও কোনও প্রশ্নই নেই।

ব্ল্যাকক্যাপ্সদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হারের জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার সম্ভাবনাও জোর ধাক্কা দিয়েছে। রোহিত অবশ্য এত জটিলতায় যেতে চাইছেন না। তিনি এই দুটি টেস্টে হারকে কার্যত সাময়িক ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি। তাঁর মতে, এই দুটি খারাপ ম্যাচ গেছে।

তবে এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে সমস্যা হতে পারে, তা একদমই মানতে চান না রোহিত। তবে এই হার থেকে শিক্ষা নিতে অবশ্য কোনও আপত্তি নেই রোহিতের। তাঁর কথায়, “আমার খারাপ লাগছে কারণ, ম্যাচটা আমরা হেরে গেছি। তবে এখনই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়ে ভাবাটা বেশি বাড়াবাড়ি।”

রোহিতের মতে, “এই দুটি ম্যাচে আমরা ভালো খেলিনি। সেটা ভীষণ কষ্টের। তাই আমাদের দল হিসেবে আরও ভালো করতে হবে। শুধু ব্যাটার হিসেবে নয়, বোলারদেরও দায়িত্ব নিতে হবে। এই টিমটাই কিন্তু নিয়মিত জিতে আসছে। সেই কারণেই, প্রত্যাশা বেড়ে গেছে। সকলের মনে হচ্ছে যে, আমরা খেলতে নামলেই জিতব। কিন্তু প্রতিপক্ষও আমাদের দেখে নিয়েছে। তারা সেই মতোই পরিকল্পনা করেছে।”

রোহিতের মতে, “১২ বছর পর একটা সিরিজ হারতেই পারি। এত কাটাছেঁড়া করার কিছু নেই। দলের ব্যাটারদের প্রতিভা নিয়ে আমি কখনোই প্রশ্ন তুলতে পারি না। কারণ, এরাই গত কয়েক বছর ধরে আমাদের ভালো রেজাল্ট দিয়ে এসেছে। তাই কঠিন পরিস্থিতিতে এরাই দলকে জিতিয়ে এসেছে। ফলে, কয়েকটা দিন খারাপ হতেই পারে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?