ভারত-নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই: ঐতিহাসিক সাফল্যের লক্ষ্যে কিউয়িরা, জ্বলে উঠতে তৈরি বিরাটরা

Published : Jan 18, 2026, 09:40 AM IST
India vs New Zealand Rajkot ODI

সংক্ষিপ্ত

India vs New Zealand: রবিবার ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ। সিরিজের ফল এখন ১-১। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই সিরিজ দখল করবে।

DID YOU KNOW ?
প্রথম সিরিজ জয়ই লক্ষ্য
দীর্ঘদিন ধরে ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। কিন্তু তারা কখনও এ দেশে ওডিআই সিরিজ জিততে পারেনি।

India vs New Zealand Third ODI: এক জনপ্রিয় হাস্যকৌতুকের অনুষ্ঠানে যোগ দেওয়া এক প্রতিযোগীর বলা সংলাপ বিখ্যাত হয়ে গিয়েছে। সেই প্রতিযোগী বলতেন, 'তবে যাওয়ার আগে…।' রবিবার ভারতীয় ক্রিকেট দলের দুই কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) একই কথা বলতে পারেন। কারণ, এই ম্যাচের পরেই তাঁরা দীর্ঘ বিরতিতে চলে যাচ্ছেন। আগামী কয়েক মাস তাঁদের ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের পর ভারতীয় দল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। তারপরেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল (IPL 2026)। ফলে রবিবারের এই ম্যাচ বিরাট-রোহিতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে উপরের দিকেই আছেন এই দুই তারকা। ভালো পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে জেতানোর পাশাপাশি সেই জায়গা ধরে রাখাও তাঁদের লক্ষ্য।

ঐতিহাসিক সাফল্যের লক্ষ্যে নিউজিল্যান্ড

এখনও পর্যন্ত ভারতে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। রবিবার সেই ঐতিহাসিক সাফল্য অর্জনের লক্ষ্যেই ইন্দোরের (Indore) হোলকার ক্রিকেট স্টেডিয়ামে (Holkar Cricket Stadium) খেলতে নামছেন মাইকেল ব্রেসওয়েলরা (Michael Bracewell)। রাজকোটে (Rajkot) দ্বিতীয় ম্যাচ জিতে তাঁদের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় ভারতীয় দল। রবিবার সেই হারানো ছন্দ ফিরে পাওয়াই শুবমান গিলদের (Shubman Gill) লক্ষ্য।

দেশের মাটিতে চ্যালেঞ্জের মুখে ভারতীয় দল

একসময় বলা হত, দেশের মাটিতে ভারতীয় দল অপ্রতিরোধ্য। কিন্তু গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ার পর দেশের মাটিতে ভারতীয় দলের পারফরম্যান্সের গ্রাফ নেমে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই দেশের মাটিতে টেস্ট সিরিজে হেরে গিয়েছে ভারত। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ওডিআই সিরিজে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ভারতীয় দলকে। ফলে রবিবারের ম্যাচে সতর্ক থাকতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
রবিবার ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচ।
রবিবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ওডিআই সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত
টি-২০ বিশ্বকাপ ২০২৬: গ্রুপ বদলাতে হবে, নতুন আবদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের