India vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। বুধবার রাজকোটে (Rajkot) দ্বিতীয় ম্যাচেও ভালো জায়গায় আছে ভারতীয় দল। এই ম্যাচে জয় পেলেই সিরিজ ভারতের দখলে চলে আসবে।
KNOW
India vs New Zealand ODI Series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সাত উইকেট হারিয়ে ২৮৪ রান করল ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করলেন কে এল রাহুল (KL Rahul) এবং অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯২ বল খেলে ১১২ রান করে অপরাজিত থাকেন রাহুল। তিনি ১১টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। ওপেন করতে নেমে ৫৩ বল খেলে ৫৬ রান করেন শুবমান। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ৩৮ বল খেলে ২৪ রান করেন। বিরাট কোহলি (Virat Kohli) এদিন সাম্প্রতিক ফর্মের বিচারে নিষ্প্রভ ছিলেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে জোড়া বাউন্ডারির সাহায্যে ২৯ বল খেলে ২৩ রান করেন এই তারকা ব্যাটার।
হতাশ করলেন শ্রেয়াস
এদিনই ভারতের ব্যাটারদের মধ্যে ওডিআই ফর্ম্যাটে দ্রুততম ৩,০০০ রানে পৌঁছে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু সেই নজির গড়তে পারলেন না শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ১৭ বল খেলে আট রান করেই আউট হয়ে যান ভারতীয় দলের সহ-অধিনায়ক। তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৪ বল খেলে ২৭ রান করেন। নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy) ২১ বল খেলে ২০ রান করেন। হর্ষিত রানা (Harshit Rana) চার বল খেলে দুই রান করেন। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) তিন বল খেলে দুই রান করে অপরাজিত থাকেন।
রাহুলের অষ্টম শতরান
ওডিআই ফর্ম্যাটে অষ্টম শতরান করলেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় শতরান করলেন তিনি। ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বর বা তার নীচে খেলতে নেমে তৃতীয় শতরান করলেন এই তারকা। উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলতে নেমে তৃতীয় শতরান করলেন তিনি। এদিনই ওডিআই ফর্ম্যাটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক স্কোর করলেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


