বিশ্বকাপ ফাইনালে কপিল দেবের বিখ্যাত ক্যাচের স্মৃতি ফেরালেন, ওয়াংখেড়ের নায়ক অশ্বিন, ভাইরাল ভিডিও

Published : Nov 02, 2024, 06:01 PM ISTUpdated : Nov 02, 2024, 06:23 PM IST
Ravichandran Ashwin

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট দলের তারকা রবিচন্দ্রন অশ্বিন বোলিং ও ব্যাটিংয়ের মাধ্যমে নজর কেড়ে নেন। শনিবার অসাধারণ ফিল্ডিংও করলেন এই তারকা অলরাউন্ডার।

১৯৮৩ সালে বিশ্বকাপ ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডসের ক্যাচ নিয়েছিলেন ভারতের অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। মদন লালের বলে বড় শট খেলার চেষ্টা করেন ভিভ। পিছন দিকে অনেকটা ছুটে গিয়ে ক্যাচ নেন কপিল। এই ক্যাচই ভারতের প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জয়ের পথ প্রশস্ত করে দেয়। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন অসাধারণ ক্যাচ নিয়ে কপিলের স্মৃতি ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ২৮-তম ওভারে রবীন্দ্র জাডেজার বলে ওভার-বাউন্ডারি মারার চেষ্টা করেন ড্যারিল মিচেল। কিন্তু তিনি ঠিকমতো টাইমিং করতে পারেননি। ব্যাটের নীচের দিকে লেগে অনেক উঁচুতে উঠে যায় বল। পিছন দিকে ছুটে গিয়ে অসাধারণ ক্যাচ নেন অশ্বিন। তিনি বলের উপর চোখ রেখে ছুটতে থাকেন। ক্যাচ নেওয়ার পর মাঠে পড়ে যান অশ্বিন। তবে কাঁধের চোট এড়াতে সক্ষম হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।

ওয়াংখেড়ের নায়ক অশ্বিন

শনিবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ১৬ ওভার বোলিং করে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন অশ্বিন। প্রথম ইনিংসে উইকেট না পেলেও, দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করলেন এই অফস্পিনার। তাঁর শিকার হলেন উইল ইয়াং, রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। কিন্তু ৩ উইকেট নেওয়ার চেয়েও অসাধারণ ক্যাচের মাধ্যমে নজর কেড়ে নিলেন অশ্বিন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা তাঁর ক্যাচ দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। তাঁরা 'অশ্বিন-অশ্বিন' চিৎকার শুরু করে দেন। এই অফস্পিনারের বয়স ৩৮ বছর। তবে বয়স বাড়লেও, এখনও অশ্বিনের প্রতিবর্ত প্রতিক্রিয়া অসাধারণ। এই কারণেই এরকম ক্যাচ নিতে পারলেন তিনি।

 

 

জুটি ভেঙে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দিলেন অশ্বিন

নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন মিচেল ও ইয়াং। এই জুটিতে ৮৩ বলে ৫০ রান যোগ হয়। মিচেল ও ইয়াংকে ফিরিয়ে নিউজিল্যান্ড শিবিরকে বড় ধাক্কা দেন অশ্বিন

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অল্পের জন্য শতরান হারালেন, অস্ট্রেলিয়া সফরের আগে ভালো ফর্মে শুবমান গিল

জাহির খান-ইশান্ত শর্মাকে টপকে গেলেন, টেস্টে ভারতের পঞ্চম সর্বাধিক উইকেট নেওয়া বোলার রবীন্দ্র জাডেজা

দীপাবলির উৎসবের মধ্যেই টেস্ট ম্যাচ, মাঠেই জনপ্রিয় হিন্দি গানে নেচে উঠলেন বিরাট, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড