নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় দল। শুক্রবার শুরু হচ্ছে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচ জিতে সম্মানরক্ষার লক্ষ্যে ভারতীয় দল।
ভারত-নিউজিল্যান্ডের চলতি টেস্ট সিরিজে একাধিকবার বিঘ্ন ঘটিয়েছে বৃষ্টি। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচেও কি হানা দেবে বৃষ্টি? আবহাওয়ার পূর্বাভাস যা বলছে, তাতে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটাতে পারে আবহাওয়া। শুক্রবার মুম্বইয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই টেস্ট ম্যাচের বাকি চার দিন অবশ্য বৃষ্টির পূর্বাভাস নেই। শুক্রবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও, দুপুর দুটোয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হতে পারে। কতক্ষণ বৃষ্টি চলবে এখনও স্পষ্ট নয়। তবে ঘণ্টাখানেকও যদি বৃষ্টি চলে, তাহলে শুক্রবার ফের খেলা শুরু করা কঠিন। শনিবার সকাল থেকে অবশ্য আকাশ পরিষ্কার থাকবে। ফলে ভালোভাবেই খেলা হতে পারে।
সম্মানরক্ষার লড়াইয়ে ভারতীয় দল
ভারতীয় দল ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে। শেষ ম্যাচ জিতে প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজে ৩-০ জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড। অন্যদিকে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয় পেতে মরিয়া ভারতীয় দল। এই ম্যাচের পর চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আর পাঁচ ম্যাচ খেলবে ভারতীয় দল। টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছতে হলে এই ছয় টেস্ট ম্যাচের মধ্যে অন্তত চার ম্যাচে জয় পেতেই হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্ট ম্যাচের মধ্যে চার ম্যাচে জয় পাওয়া অত্যন্ত কঠিন। এই কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে টেস্ট ম্যাচে জয় পাওয়া জরুরি।
ভারতের সঙ্গে লড়াইয়ে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে প্রোটিয়ারা দুই ম্যাচেই জয় পেতে চলেছে। ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার লড়াইয়ে ভারতীয় দলকে চাপে ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার
লক্ষ্য বর্ডার-গাভাসকর ট্রফি জয়, পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল নামাচ্ছে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে নেই মহম্মদ শামি, বোলিং আক্রমণ নিয়ে সমস্যায় পড়বেন রোহিত শর্মা?