আসলে তিনিই হলেন জয়ের কারিগর! ভারতের এই ব্যাটারকে নিয়ে মন্তব্য করলেন টিম পেইন

ঐ সিরিজে অস্ট্রেলিয়া ঋষভ পন্থের ব্যাটিংয়ের সামনে নয় বরং অন্য একজনের কাছে হেরেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন।

 

Subhankar Das | Published : Oct 30, 2024 2:52 PM IST

ভারতীয় দলের গত অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতে ঐতিহাসিক সাফল্য অর্জনের কারণ ঋষভ পন্থের অবদান বলেই মনে করা হয়। ঋষভ পন্থের গুরুত্বপূর্ণ ইনিংসই এই ধারণার মূল কারণ। কিন্তু প্রকৃতপক্ষে ঐ সিরিজে অস্ট্রেলিয়া ঋষভ পন্থের ব্যাটিংয়ের সামনে নয় বরং অন্য একজনের কাছে হেরেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইন।

অনেক মানুষ গত বর্ডার-গাভাস্কার ট্রফিতে ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে কথা বলে। কিন্তু ঐ টেস্ট সিরিজে আমাদের হারিয়েছে আসলে ঋষভ পন্থ নয়, চেতেশ্বর পূজারা। কারণ, ওর ডিফেন্স আমাদের এবং আমাদের পেসারদের ভেঙে দিয়েছিল। কতবার শরীরে আঘাত পেলেও ও টিকে থাকত। টেস্ট ক্রিকেটে এই ধরণের ডিফেন্সেরও গুরুত্ব আছে বলে ও প্রমাণ করেছে বলে পেইন গ্রেড ক্রিকেটার্স পডকাস্টে বলেছেন।

Latest Videos

গত অস্ট্রেলিয়া সফরে ৯২৮ বল খেলেছিলেন পূজারা। সিরিজে দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলেছিলেন পূজারা। বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও পূজারার পারফরম্যান্সের প্রশংসা করেছেন। পূজারার বিরুদ্ধে বল করা বড় চ্যালেঞ্জ এবং বোলারদের উপর আধিপত্য বিস্তার করতে কখনোই ও সুযোগ দেয় না বলে স্টার স্পোর্টসের আলোচনায় কামিন্স বলেছিলেন।

ওর বিরুদ্ধে বল করা আমি উপভোগ করেছি। কখনো কখনো ওর বিরুদ্ধে আমিও জয়ী হয়েছি বলে কামিন্স জানিয়েছেন। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার পর পূজারা ভারতের হয়ে আর খেলেননি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও পূজারা নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'অভয়ার বিচার না পাওয়া পর্যন্ত আমরা দীপাবলি পালন করব না' মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
এক মূর্তিতেই কৃষ্ণের বাঁশি ও কালীর খড়্গ! জানুন Nadia-র সেন পাড়ার কৃষ্ণকালী মাতার গল্প | Kali Puja
পরীক্ষার আগেই মনোনীত চার, দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন চাকরি প্রার্থীরা
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
সিদ্ধেশ্বরী কালীকে পুজো দিয়ে হতো ডাকাতি! জেনে নিন Ranaghat-এর ‘রানা ডাকাত’ ও সিদ্ধেশ্বরী কালীর গল্প