Gautam Gambhir: ভারত-পাকিস্তান লড়াইকে ছাপিয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ, মত গম্ভীরের

Published : Dec 31, 2023, 06:12 PM ISTUpdated : Dec 31, 2023, 06:49 PM IST
India-Australia

সংক্ষিপ্ত

গত এক দশকে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ না হলেও, বহুদেশীয় টুর্নামেন্টে অনেকবার লড়াই হয়েছে। বেশিরভাগ ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল।

ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজক। কিন্তু এই লড়াইয়ের চেয়ে ভারত-অস্ট্রেলিয়ার টক্করকে এগিয়ে রাখছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের প্রাক্তন ওপেনারের মতে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যতই উত্তেজনা থাকুক না কেন, এই লড়াই এখন আর ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। সেই তুলনায় এখন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে লড়াই অনেক বেশি। এই ম্যাচ এখন অনেক বেশি উত্তেজক হয়ে উঠেছে। গম্ভীর ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের কথা বললেও, গত ২ দশকে বড় মঞ্চে বেশিরভাগ ম্যাচেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। ২০০৩ সালের পর ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালেও ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ভারত। তবে ভারতীয় দল পরপর ২ বার অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জিতেছে। দেশের মাটিতেও টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত। সেই কারণেই ভারত-পাকিস্তান লড়াইয়ের চেয়ে ভারত-অস্ট্রেলিয়া লড়াইকে এগিয়ে রাখছেন গম্ভীর।

পাকিস্তানকে গুরুত্ব দিচ্ছেন না গম্ভীর

ভারত-পাকিস্তান ও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের তুলনা করতে গিয়ে গম্ভীর বলেছেন, ‘পাকিস্তান অনেকবার ভারতের বিরুদ্ধে জয় পেয়েছে। এখন যদি ২ দলের মান দেখেন, তাহলে ৩ ফর্ম্যাটেই পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে জয় পায়, তাহলে সেটা অঘটন হয়। ভারত যদি পাকিস্তানকে হারায়, তাহলে সেটা স্বাভাবিক ঘটনা। অন্যদিকে, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই সেরার পর্যায়ে পড়ে। যদি কোনও ক্রিকেটপ্রেমীকে জিজ্ঞাসা করা হয়, আসল লড়াই কোনটা, তাহলে তিনিও ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের কথাই বলবেন।’

দেশে-বিদেশে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপট ভারতের

২০০১ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। সেবার স্টিভ ওয়ার নেতৃত্বে অপ্রতিরোধ্য হয়ে অস্ট্রেলিয়া দলকে হারিয়ে দেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতেও টেস্ট সিরিজ জিতেছে ভারত। তবে আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ারই দাপট অব্যাহত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: কেপ টাউনে অশ্বিনের পরিবর্তে জাদেজাকে খেলানো হোক, চাইছেন ইরফান পাঠান

India Vs South Africa: বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলতে অনীহা কেন? স্পষ্ট করলেন রোহিত

Sanju Samson: ক্রিকেট থেকে সাময়িক বিরতি, ফুটবলে দক্ষতার পরিচয় সঞ্জু স্যামসনের, ভাইরাল ভিডিও

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম