সংক্ষিপ্ত
দক্ষিণ আফ্রিকা সফরে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে সুনীল গাভাসকরের সঙ্গে রোহিত শর্মার কথার লড়াই চলছে। গাভাসকর অনুশীলন ম্যাচ খেলার পক্ষে মতপ্রকাশ করলেও, নিজের যুক্তিতে অনড় রোহিত।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট ম্যাচে হারের পরেও নিজেদের পরিকল্পনা ও রণকৌশলের পক্ষে সাফাই গাইছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। এই সফরে অনুশীলন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে যখন ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় শুরু হয়েছে, তখন এই কৌশল নিয়ে ফের নিজের বক্তব্য জানালেন রোহিত। তাঁর দাবি, ‘আমরা গত ৪-৫ বছর ধরে অনুশীলন ম্যাচ খেলছি। আমরা এবারও প্রথম শ্রেণির ম্যাচ খেলার চেষ্টা করেছি। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ যে উইকেটে খেলা হয়, অনুশীলন ম্যাচে সেই উইকেট থাকে না। আমাদের দলের প্রয়োজন অনুযায়ী প্রস্তুতি নেওয়াই ভালো। আমাদের দলের যা প্রয়োজন, সেরকম পিচেই আমরা প্রস্তুতি নিই। সেক্ষেত্রে মাঠের উপর আমাদের নিয়ন্ত্রণ থাকে।’
অতীতের উদাহরণ টেনে সাফাই রোহিতের
অতীতে বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলার পরেও ভালো ফল না হওয়ার কথা উল্লেখ করে এবার অনুশীলন ম্যাচ না খেলার পক্ষে সাফাই দিয়েছেন রোহিত। তিনি বিভিন্ন পরিবেশে পিচের তারতম্যের কথা উল্লেখ করেছেন। ভারতের অধিনায়কের মতে, অনুশীলন ম্যাচ যে পিচে খেলা হয়, আসল ম্যাচের পিচের বাউন্সের সঙ্গে তার পার্থক্য থাকে। রোহিত বলেছেন, অনুশীলনের সময় খুব বেশি বাউন্স থাকে না। কিন্তু ম্যাচের সময় মাথার উপর দিয়ে বল উড়ে যায়। সেই কারণেই অনুশীলন ম্যাচের সঙ্গে টেস্ট ম্যাচের পরিবেশ-পরিস্থিতির মিল থাকা উচিত। সেটা হলে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ খেলতে আপত্তি নেই। রোহিত আরও বলেছেন, নিজেদের প্রয়োজন অনুযায়ী পিচ তৈরি করে নিজেদের দলের বোলারদের মোকাবিলা করাই ভারতীয় দলের পক্ষে ভালো। সেটা হলেই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জের সঙ্গে ভালোভাবে মানিয়ে নেওয়া সম্ভব হয়।
অনুশীলন ম্যাচ খেলার পক্ষে সুনীল গাভাসকর
কিংবদন্তি সুনীল গাভাসকর বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলার পক্ষে মতপ্রকাশ করেছেন। তিনি এ দল ও ঘরোয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার পক্ষে। বিসিসিআই-কে এই ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন গাভাসকর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলা উচিত? বিপরীত মেরুতে গাভাসকর-রোহিত
India Vs South Africa: অনুশীলনে চোট শার্দুল ঠাকুরের, দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই আশঙ্কা
India Vs South Africa: অসুস্থতার জন্য ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই জেরাল্ড কোটজি