সংক্ষিপ্ত

বুধবার শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। কেপ টাউনের নিউল্যান্ডসে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোই ভারতীয় দলের লক্ষ্য।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ফলে কেপ টাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাদ পড়তে চলেছেন ভারতীয় দলের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন অপর এক অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। চোটের জন্য প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি জাদেজা। তবে তিনি এখন ফিট হয়ে উঠেছেন। দলের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন জাদেজা। তিনি কেপ টাউনে খেলবেন। ফলে অশ্বিনকে মাঠের বাইরে থাকতে হবে। কারণ, দক্ষিণ আফ্রিকার মাটিতে ২ স্পিনার নিয়ে খেলার বিলাসিতা ভারতীয় দলের পক্ষে সম্ভব নয়।

জাদেজাকে খেলানোর পক্ষে ইরফান পাঠান

ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান চাইছেন, কেপ টাউনে অশ্বিনের পরিবর্তে জাদেজাকে খেলানো হোক। দ্বিতীয় টেস্ট ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান বলেছেন, ‘রবীন্দ্র জাদেজা যদি ফিট হয়ে যায়, তাহলে ওর দলে ফেরা উচিত। যে পিচে প্রথম টেস্ট ম্যাচ হয়েছে, সেই পিচে অশ্বিন ভালো বোলিং করেছে। ওর কাছ থেকে যা আশা করা হয়েছিল সেটাই করেছে। কিন্তু আমরা সেঞ্চুরিয়নে জাদেজার অভাব অনুভব করেছি। ও ৭ নম্বরে ব্যাটিং করতে নামলে যে নিয়ন্ত্রণ থাকে, সেটার অভাব বোঝা গিয়েছে।’

বোলিং বিভাগে পরিবর্তনের পক্ষে ইরফান

দ্বিতীয় টেস্টে শুধু অশ্বিনের পরিবর্তে জাদেজাকেই দলে দেখতে চাইছেন না ইরফান, তিনি পেস বোলিং বিভাগেও বদলের পক্ষে। ইরফান বলেছেন, ‘রোহিত শর্মা যদি একই বোলিং আক্রমণ নিয়ে খেলতে চায়, তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু ভারতীয় দলের বোলিং বিভাগে যদি কোনও বদল করার কথা ভাবা হয়, তাহলে প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে মুকেশ কুমারকে খেলানো যেতে পারে। তবে প্রসিদ্ধকে যদি নেটে অনুশীলনের সময় দেখে আত্মবিশ্বাসী বলে মনে হয়, তাহলে ওকেই দ্বিতীয় টেস্টে খেলানো উচিত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলতে অনীহা কেন? স্পষ্ট করলেন রোহিত

India Vs South Africa: বিদেশ সফরে অনুশীলন ম্যাচ খেলা উচিত? বিপরীত মেরুতে গাভাসকর-রোহিত

India Vs South Africa: অনুশীলনে চোট শার্দুল ঠাকুরের, দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই আশঙ্কা