
Suryakumar Yadav: কুড়ি বিশের নিজের খারাপ ফর্ম নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। আহমেদাবাদের জিএলএস ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময়, সূর্যকুমার একজন ক্রীড়াবিদ হিসেবে ক্যারিয়ারে আসা চ্যালেঞ্জগুলি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, “কোনও ক্রীড়াবিদের ক্যারিয়ারে সবসময় ভালো সময় থাকে না। আবার শুধু খারাপ সময়ও স্থায়ী হয়না। সবকিছুই একটা শিক্ষা। আমি এখন এমনই একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। গত কিছুদিন ধরে আমি রান পাচ্ছিনা। কিন্তু আমাকে রক্ষা করার জন্য ১৪ জন সৈনিক রয়েছে। কারণ তারা জানে যেদিন আমি জ্বলে উঠব, সেদিন ঠিক কী ঘটবে। আমি জানি যে, আপনারাও সেটাই জানেন। তাই ধাক্কা খেলেও আমি বিষয়গুলিকে ইতিবাচক হিসেবেই দেখতে ভালোবাসি। ফর্ম ফিরে পাওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করছি। পরীক্ষায় নম্বর কম পেলে আপনারা কেউ তো পড়াশোনা ছেড়ে দেন না। বরং, ভালো নম্বর পাওয়ার জন্য আরও কঠোর পরিশ্রম করে থাকেন। আমিও ঠিক সেইভাবেই সেরা পারফরম্যান্সের জন্য কঠোর পরিশ্রম করে চলেছি।"
চলতি ২০২৫ সালে, মোট ১৯টি ইনিংসে সূর্যকুমার যাদব ১২৩.১৬ স্ট্রাইক রেট রেখেছেন। ১৩.৬২ গড়ে মাত্র ২১৮ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর, এটিই সূর্যকুমারের সবচেয়ে খারাপ পারফরম্যান্স।
পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে তাঁর সর্বোচ্চ স্কোর ৪৭ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চার ম্যাচে, তিনি মাত্র ৩৪ রান করতে পেরেছিলেন। খারাপ ফর্ম সত্ত্বেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমারকে রাখা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।