India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে

Published : Dec 21, 2025, 10:04 PM IST
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে

সংক্ষিপ্ত

India vs Pakistan U-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হারের পর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে কার্যত, উপেক্ষা করেন।

India vs Pakistan U-19 Asia Cup Final: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালের পর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভিকে কার্যত, উপেক্ষা করলেন ভারতীয় ক্রিকেটাররা (india vs pakistan u19 final)। 

ফাইনালে পরাজয় ভারতের

ফাইনালে ভারত ১৯১ রানে পরাজিত হয়। দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডে রবিবার, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৮ উইকেটে ৩৪৭ রান তোলে। ১১৩ বলে ১৭২ রানের অসাধারণ ইনিংস উপহার দেন সমীর মিনহাস। জবাবে ব্যাট করতে নেমে, ভারত ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায়। ১৬ বলে ৩৬ রান করে ভারতের সর্বোচ্চ স্কোরার হন দীপেশ দেবেন্দ্রন (india vs pakistan asia cup 2025)।

এরপরেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়, ভারতীয় ক্রিকেটাররা মহসিন নকভিকে উপেক্ষা করেন। তারপরেই নকভি পাকিস্তানের হাতে ট্রফি তুলে দেন। তিনি সাপোর্ট স্টাফদের সঙ্গে দলের সেলিব্রেশনে যোগ দেন। এদিন ফাইনাল ম্যাচ চলার সময়, নকভি দুবাইতে পৌঁছন। 

নকভিকে উপেক্ষা বৈভবদের

ভারতীয় ক্রিকেটাররা সিদ্ধান্ত নেন যে, তারা নকভির সঙ্গে মঞ্চ ভাগাভাগি করবেন না। এরপরেই ভারতীয় ক্রিকেটাররা অন্য এক ব্যক্তির কাছ থেকে তাদের পদক গ্রহণ করেন। পাকিস্তানি ক্রিকেটারদের হাতে পদক তুলে দেন মহসিন নকভি। এরপর তিনি ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

সিনিয়র পুরুষদের এশিয়া কাপ ফাইনালে, পাকিস্তানকে হারায় ভারত। তারপর থেকেই আরও বেশি করে নকভি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। সেইদিনও ভারতীয় ক্রিকেটাররা এসিসি প্রধানকে উপেক্ষা করেন এবং তার কাছ থেকে ট্রফি নেননি। এরপর নকভি সেই ট্রফি নিয়ে মাঠ ছেড়ে চলে যান। সেই কাপটি এখনও ভারতীয় দল পায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Pakistan U-19 Asia Cup Final: জঘন্য বোলিং এবং ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা ভারতের! পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে পরাজয়
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ২০২৫ ফাইনাল: ভারতের বিরুদ্ধে অনবদ্য ইনিংস, কে এই সমীর মিনহাস?