ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী ৩ ডিসেম্বর, রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।
25
দ্বিতীয় ওডিআই ম্যাচে একটি পরিবর্তন
জানা যাচ্ছে, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতীয় দলে একটি পরিবর্তন আসতে পারে। দ্বিতীয় একদিনের ম্যাচে দল থেকে কে বাদ পড়বেন, তা নিয়ে জল্পনা চলছে। উল্লেখ্য, প্রথম ম্যাচে দলে সুযোগ পাওয়া ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ৮ রান করে ব্যর্থ হন।
35
ঋতুরাজ গায়কোয়াড় বাদ?
ফলে, দ্বিতীয় একদিনের ম্যাচে তাঁর বাদ যাওয়ার সম্ভাবনা প্রবল। বরং, মারকুটে ঋষভ পন্থকে দলে ফেরানো হতে পারে। এছাড়া দলে আর অন্য কোনও পরিবর্তন হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল ওপেন করবেন। বিরাট কোহলি ওয়ান ডাউনে এবং কেএল রাহুল তারপরে ব্যাট করতে নামবেন।