India vs South Africa 2nd ODI: সিরিজে সমতা ফিরিয়েই ভারতকে হুঁশিয়ারি দিলেন বাভুমা, কী বললেন তিনি?

Published : Dec 04, 2025, 11:10 AM ISTUpdated : Dec 04, 2025, 11:18 AM IST
India vs South Africa 2nd ODI: সিরিজে সমতা ফিরিয়েই ভারতকে হুঁশিয়ারি দিলেন বাভুমা, কী বললেন তিনি?

সংক্ষিপ্ত

India vs South Africa 2nd ODI: মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। রায়পুরের এই ঐতিহাসিক জয়কে তিনি দলগত প্রচেষ্টার ফসল হিসেবেই অভিহিত করেছেন। শুধু তাই নয়, শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি।

India vs South Africa 2nd ODI: দুরন্ত জয়। এককথায় বলতে গেলে, অসাধারণ ক্রিকেটেই বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা (india vs south africa 2nd odi)। ৩৫৯ রানের লক্ষ্যমাত্রার সামনেও দমে না গিয়ে, টিম গেমে ভরসা করেই ম্যাচ বের করে নিয়ে গেলেন প্রোটিয়ারা (india vs south africa 2nd odi match)।

মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা

আর তারপরেই মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। রায়পুরের এই ঐতিহাসিক জয়কে তিনি দলগত প্রচেষ্টার ফসল হিসেবেই অভিহিত করেছেন। শুধু তাই নয়, শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলবেন বলেও জানিয়েছেন তিনি। 

এই অনবদ্য জয়ের পর বাভুমা জানিয়েছেন, ‘‘লক্ষ্যে পৌঁছতে পেরে ভালো লাগছে। আসলে ম্যাচ শুরুর আগে থেকেই আমাদের লক্ষ্য ছিল, ভালো বোলিং করে যেতে হবে। ব্যাটিং নিয়ে দলের খুব একটা চিন্তা ছিল না। কিন্তু এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস জোগাড় করেছি। এবার কিন্তু সত্যিই সিরিজ় জমিয়ে দিতে পারব। এই জয়টা নিঃসন্দেহে দুর্দান্ত। এই কথা ঠিক যে, আমরা ম্যাচটা দারুণভাবে শেষ করতে পেরেছি।"

বিশাখাপত্তনমে চলতি সিরিজ়ের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে

তিনি আরও যোগ করেন, “এইডেন মার্করামের ইনিংসের কথা তো আলাদা করে বলতেই হবে। খুব দায়িত্ব নিয়ে খেলেছে ও। আমরা চেয়েছিলাম, শেষপর্যন্ত লড়াই করে যেতে। ম্যাচটা যাতে যতটা সম্ভব স্ট্রেচ করা যায়। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ় আমাদের মধ্যে একটা আলাদা মাত্রায় আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে। সেটা প্রতিমুহূর্তে দলের কাজে লাগছে। তাছাড়া আমাদের দলের মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতাও রয়েছে। যেটিও আমাদের সকলকে ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করছে।"

আগামী শনিবার, বিশাখাপত্তনমে চলতি সিরিজ়ের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। সেইদিন যে দল জিতবে, তারাই একদিনের সিরিজ়ে চ্যাম্পিয়ন হবে। বুধবার, দক্ষিণ আফ্রিকার জয়ের পর, সিরিজ়ের নির্যাস ১-১।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান, খেলায় ফিরতে পারবে অস্ট্রেলিয়া?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি: শামির ৪ উইকেট, সার্ভিসেসের বিরুদ্ধে সহজ জয় বাংলার