গুয়াহাটি টেস্টে খেলতে পারবেন শুবমান গিল? ধোঁয়াশা বজায় রাখলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ

Published : Nov 20, 2025, 03:10 PM ISTUpdated : Nov 20, 2025, 03:26 PM IST
Shubman Gill

সংক্ষিপ্ত

Shubman Gill Injury: গুয়াহাটিতে (Guwahati Test) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য পৌঁছে গিয়েছেন শুবমান গিল। তবে তিনি চোট সারিয়ে এই ম্যাচে খেলতে পারবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।

DID YOU KNOW ?
গুয়াহাটিতে প্রথম টেস্ট
অসমের গুয়াহাটিতে প্রথমবার টেস্ট ম্যাচ হতে চলেছে। এই ম্যাচ ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

India vs South Africa, Guwahati Test: দলের সবার সঙ্গে কলকাতা (Kolkata) থেকে গুয়াহাটি (Guwahati) গেলেও, শনিবার বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক শুবমান গিল খেলতে পারবেন কি না, সে বিষয়ে ধোঁয়াশা অব্যাহত। এ বিষয়ে ভারতীয় দলেরক ব্যাটিং কোচ সীতাংশু কোটাক (Sithanshu Kothak) জানিয়েছেন, ‘ও অনেটাই সুস্থ হয়ে উঠেছে। গতকাল আমি ওর সঙ্গে দেখা করেছি। আগামীকাল সন্ধেবেলা ওর খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফিজিও ও চিকিৎসকরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ও যদি সম্পূর্ণ ফিট হয়েও যায়, তাহলেও খেলা চলাকালীন ফের ঘাড়ে চোট পাওয়া কাম্য নয়। সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ সীতাংশুর কথায় স্পষ্ট, গুয়াহাটিতে শুবমানের খেলার সম্ভাবনা কম।

শুবমানের বিষয়ে সতর্ক ভারতীয় দল

ভারতীয় দলের ব্যাটিং কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁরা শুবমানের চোটের বিষয়ে কোনওরকম ঝুঁকি নেবেন না। কারণ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজের পরেও ভারতীয় দলের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। সেই ম্য়াচগুলিতে শুবমানকে দরকার হবে। তিনি গুরুতর চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেলে ভারতীয় দলই সমস্যায় পড়বে। এই কারণে শুধু গুয়াহাটি টেস্ট ম্যাচই নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও শুবমানকে বিশ্রাম দেওয়া হতে পারে।

ইডেনে শুবমানের চোটের খেসারত দিতে হল দলকে

ইডেন টেস্টের (Eden Gardens) প্রথম ইনিংসে তিন বল খেলে চার রান করার পরেই ঘাড়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান শুবমান। তিনি হাসপাতালে থাকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে পারেননি। তাঁর অভাব অনুভব করেছে ভারতীয় দল। এ প্রসঙ্গে ব্যাটিং কোচ বলেছেন, ‘গত ম্যাচে একটা ব্যাপার নিয়ে কেউ আলোচনা করছে না। শুবমান যদি দুই ইনিংসেই ব্যাটিং করতে পারত, তাহলে ৩০ রান হয়তো পার্থক্য হয়ে উঠত না। ও যদি প্রথম ইনিংসে ব্যাটিং চালিয়ে যেতে পারত এবং পার্টনারশিপ গড়ে তুলতে পারত, তাহলে আমরা যদি ১০০ রানে এগিয়ে থাকতাম, তাহলে ভালো জায়গায় থাকতাম। আমি অজুহাত দিচ্ছি না, বাস্তব তুলে ধরছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইডেন টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৩ বল খেলেন শুবমান গিল।
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩ বল খেলার পরেই ঘাড়ে চোট পান শুবমান গিল।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম