IND vs SA 2nd Test Guwahati Pitch Report: গুয়াহাটিতে আগামী ২২শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে পিচ রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত শোচনীয়ভাবে হেরেছে
কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ পুরোপুরি স্পিন সহায়ক ছিল। দ্বিতীয় দিন থেকেই বল টার্ন করায় কোনও দলের ব্যাটাররাই বড় রান করতে পারনেনি।
24
দ্বিতীয় টেস্টের পিচ কেমন হচ্ছে?
গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে, দ্বিতীয় টেস্টের জন্য লাল মাটির পিচ তৈরি করা হয়েছে। এই পিচ দ্রুত শুকিয়ে গেলে স্পিনারদের সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পেসাররাও সমান গতি ও বাউন্স পাবে।
34
টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
প্রথম দিকে পেসাররা বাউন্স পেলেও, খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ শুকিয়ে যাবে কিছুটা। তৃতীয় দিন থেকে স্পিনাররা সাহায্য পাবে। জে দলই টসে জিতুক, তাদের প্রথমে ব্যাট করার সম্ভাবনা অনেক বেশি। কারণ, পরেরদিকে ব্যাট করা কঠিন হবে এই পিচে।
লাল মাটির পিচে চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে। প্রথম টেস্ট আড়াই দিনে শেষ হওয়ায়, এই ম্যাচটি অন্তত চার দিন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যাটসম্যানদের জন্য রান করা খুব একটা সহজ হবে না।