India Vs South Africa: সিরাজের ৬ উইকেট, ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

Published : Jan 03, 2024, 03:38 PM ISTUpdated : Jan 03, 2024, 03:59 PM IST
Mohammed Siraj

সংক্ষিপ্ত

সেঞ্চুরিয়নে ইনিংসে হার ভারতীয় দলের আত্মসম্মানে আঘাত করেছে। কেপ টাউন টেস্টের শুরুতেই প্রত্যাঘাতে নিজেদের জাত চেনালেন ভারতীয় ক্রিকেটাররা।

একসময় দক্ষিণ আফ্রিকা সফরে পেসারদের আগুনে স্পেলে কুঁকড়ে থাকতেন ভারতীয় ব্যাটাররা। এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। ভারতের পেসারদের দাপটে অসহায় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বুধবার কেপ টাউন টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৩.২ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৯ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ১৫ রান দিয়ে ৬ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২৫ রান দিয়ে ২ উইকেট নেন জসপ্রীত বুমরা। অসামান্য বোলিং করলেন বাংলার পেসার মুকেশ কুমার। ২.২ ওভার বোলিং করে কোনও রান না দিয়ে ২ উইকেট নিলেন তিনি। 

প্রথম সেশনেই অলআউট দক্ষিণ আফ্রিকা

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি এখন হয়তো হাত কামড়াচ্ছেন। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে জয় পেয়ে হয়তো ভারতীয় দলকে খাটো করে দেখছিল প্রোটিয়া শিবির। তাদের মুখের মতো জবাব দিলেন সিরাজরা। কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম সেশনেই অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। নিজেদের দেশেই লজ্জায় পড়লেন এলগাররা।

কেপ টাউনে শুরুতেই চাপে দক্ষিণ আফ্রিকা

এদিন ১০ ওভারের মধ্যেই ১৫ রানে ৪ উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সিরাজ শুরু থেকেই যে চাপ তৈরি করেন, তা থেকে আর মুক্তির পথ খুঁজে পাননি প্রোটিয়া ব্যাটাররা। মাত্র ২ জন ব্যাটার ২ অঙ্কের রান করতে সক্ষম হন। সর্বাধিক ১৫ রান করেন উইকেটকিপার-ব্যাটার কাইল ভেরিন এবং ১২ রান করেন ডেভিড বেডিংহ্যাম। ভারতীয় দল ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করল। এবার ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেই ভারতীয় দলও ইনিংসে জয় পেতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: বিরাট-রোহিতকে নকল করছেন, জানালেন ডেভিড বেডিংহ্যাম

New Zealand Vs South Africa: 'আমি নিউজিল্যান্ডের জায়গায় থাকলে খেলতাম না,' দক্ষিণ আফ্রিকার সমালোচনায় স্টিভ ওয়া

Nathan Lyon: প্রতিপক্ষের সেরা ৩ ব্যাটারকে বেছে নিলেন নাথান লিয়ন, কারা আছেন তালিকায়?

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কটকের আবহাওয়া কেমন? ম্যাচে বিঘ্ন ঘটাবে বৃষ্টি?
আইপিএল ২০২৬: কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত