India Vs South Africa: সিরাজের আগুনে স্পেল, কেপ টাউন টেস্টের শুরুতেই চাপে দক্ষিণ আফ্রিকা

Published : Jan 03, 2024, 02:33 PM ISTUpdated : Jan 03, 2024, 03:27 PM IST
Siraj

সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টের শুরুতেই প্রত্যাঘাত করলেন ভারতের বোলাররা। এই টেস্ট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ভারতীয় দল।

দক্ষিণ আফ্রিকার অস্ত্রেই তাদের ঘায়েল করছে ভারতীয় দল। কেপ টাউনের নিউল্যান্ডসে দ্বিতীয় টেস্ট ম্যাচের শুরুতেই প্রোটিয়া ব্যাটারদের চাপে ফেলে দিলেন ভারতের পেসাররা। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরার আগুনে স্পেলে প্রবল চাপে দক্ষিণ আফ্রিকা। বিশেষ করে সিরাজ যে ভঙ্গিতে বোলিং করছেন, তাতে শুরুতেই দিশেহারা হয়ে যান প্রোটিয়া ব্যাটাররা। ১৫ রানে ৪ উইকেট খুইয়ে বসে দক্ষিণ আফ্রিকা। যত দ্রুত সম্ভব প্রোটিয়াদের প্রথম ইনিংস শেষ করতে মরিয়া ভারতের বোলাররা। এরপর ভারতের ব্যাটারর ভালো পারফরম্যান্স দেখাতে পারলে ভারতীয় দল ম্যাচ জয়ের দিকে এগিয়ে যাবে।

সিরাজের বিধ্বংসী বোলিং

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চোট পাওয়া টেম্বা বাভুমার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করা ডিন এলগার। তিনি হয়তো আশা করেছিলেন ঘরের মাঠে বড় ইনিংস খেলতে পারবেন। কিন্তু অন্যরকম পরিকল্পনা নিয়ে মাঠে নামেন সিরাজরা। ম্যাচের চতুর্থ ওভারেই সিরাজের বলে যশস্বী জয়সোয়ালকে ক্যাচ দিয়ে ফিরে যান দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম (২)। ষষ্ঠ ওভারে সিরাজের দ্বিতীয় শিকার হন এলগার (৪)। ৮ রানের মধ্যে ২ ওপেনারের উইকেট হারায় প্রোটিয়ারা। এরপর ট্রিস্টান স্টাবসকে (৩) ফিরিয়ে দেন বুমরা। ক্যাচ নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপর সিরাজের তৃতীয় শিকার হন টনি ডে জর্জি (২)। ক্যাচ নেন কে এল রাহুল। 

অলআউট হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা

সিরাজ যে পারফরম্যান্স দেখাচ্ছেন, তাতে কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম সেশনেই অলআউট হয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। ১৭.৫ ওভারে ৪৫ রানে ৭ উইকেট খুইয়ে বসেছে প্রোটিয়ারা। এখনও পর্যন্ত ৯ ওভার বোলিং করে ৩টি মেডেন-সহ ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সিরাজ। এশিয়া কাপ ফাইনালে তিনি এরকম বিধ্বংসী মেজাজে ছিলেন। ফের একইরকম বোলিং করছেন। তাঁর বোলিংয়ের জবাব দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের কাছে নেই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: বিরাট-রোহিতকে নকল করছেন, জানালেন ডেভিড বেডিংহ্যাম

New Zealand Vs South Africa: 'আমি নিউজিল্যান্ডের জায়গায় থাকলে খেলতাম না,' দক্ষিণ আফ্রিকার সমালোচনায় স্টিভ ওয়া

Nathan Lyon: প্রতিপক্ষের সেরা ৩ ব্যাটারকে বেছে নিলেন নাথান লিয়ন, কারা আছেন তালিকায়?

PREV
click me!

Recommended Stories

বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?
'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার