New Zealand Vs South Africa: 'আমি নিউজিল্যান্ডের জায়গায় থাকলে খেলতাম না,' দক্ষিণ আফ্রিকার সমালোচনায় স্টিভ ওয়া

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ কি দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব কমিয়ে দিচ্ছে? নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার দুর্বল দল পাঠানোর সিদ্ধান্ত এই প্রশ্ন জোরালো করেছে।

ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ এসএ ২০-এর জন্য নিউজিল্যান্ড সফরে দুর্বল দল পাঠাচ্ছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এই সিদ্ধান্তের জন্য দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের তীব্র সমালোচনা করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া। তাঁর দাবি, তিনি নিউজিল্যান্ডের জায়গায় থাকলে দুর্বল দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে খেলতেন না। তিনি আইসিসি-রও সমালোচনা করেছেন। স্টিভের দাবি, টেস্ট ক্রিকেটকে যাতে গুরুত্ব দেয় সব দেশের ক্রিকেট বোর্ড, সেটা নিশ্চিত করার জন্য যথেষ্ট উদ্যোগ নেয়নি আইসিসি। ক্রিকেট সাউথ আফ্রিকা যেভাবে টেস্ট ক্রিকেটের বদলে ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগকে গুরুত্ব দিচ্ছে, সেটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন স্টিভ।

ক্রিকেট সাউথ আফ্রিকাকে তোপ স্টিভের

Latest Videos

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্টিভ বলেছেন, ‘আমি যদি নিউজিল্যান্ড হতাম, তাহলে এই সিরিজ খেলতামই না। আমি জানি না ওরা কেন খেলছে? নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি অশ্রদ্ধার পরিচয় দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। তাহলে কেন খেলবে নিউজিল্যন্ড? সমস্যাটা কোথায় সেটা খুব স্পষ্ট। অস্ট্রেলিয়া সফরে পূর্ণশক্তির দল পাঠাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। ওরা গত ২ বছর ধরে টেস্টে পূর্ণশক্তির দল বাছাই করেনি। আইসিসি বা অন্য কেউ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে টেস্ট ক্রিকেট আর টেস্ট ক্রিকেট থাকবে না। কারণ, সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে পরীক্ষাই তো হচ্ছে না।’

টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্টিভ

আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সমালোচনা করে স্টিভ বলেছেন, ‘খেলোয়াড়রা কেন আসতে চায় না সেটা আমি বুঝি। ওদের ঠিকমতো অর্থ দেওয়া হচ্ছে না। আমি জানি না, আইসিসি বা বেশি আয় করা ক্রিকেট বোর্ডগুলি কেন টেস্ট ম্যাচের জন্য নির্দিষ্ট ফি-র ব্যবস্থা করছে না? টেস্ট ক্রিকেটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেট খেলার জন্য খেলোয়াড়দের বেশি অর্থ পাওয়া উচিত। না হলে ওরা শুধু টি১০ বা টি-২০ ম্যাচ খেলবে। সেটা হলে দর্শকরাই বঞ্চিত হবেন। পূর্ণশক্তির দল না খেললে সেটা টেস্ট ক্রিকেট নয়।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Nathan Lyon: প্রতিপক্ষের সেরা ৩ ব্যাটারকে বেছে নিলেন নাথান লিয়ন, কারা আছেন তালিকায়?

India Vs South Africa: দেখুন ভিডিও, নববর্ষে নিউল্যান্ডসে ভারতীয় দলের অনুশীলনে চনমনে বিরাট

David Warner: বিদায়ী টেস্টের আগেই ওডিআই থেকে অবসর ডেভিড ওয়ার্নারের

Share this article
click me!

Latest Videos

‘West Bengal-এ নিয়ম মানলে ১০ লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে’ বিস্ফোরক মন্তব্য Samik Bhattacharya-র
Rashifal Today: আজ ভাগ্যের চাকা ঘুরবে কোনদিকে! কেমন যাবে আজকের দিন, জানুন আজকের রাশিফলে
'সাধু হয়ে গেছে! জ্ঞানেশ্বরী উড়িয়েছিল, আজ এখানে ভাষণ দিচ্ছে' | Suvendu Adhikari | Bangla News |
'যেটা মরেছে ওটা তৃণমূলের এলাকার ডন ছিল' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari | Malda TMC News
Kolkata-এ ফের নির্মাণ বিপর্যয়! Dankuni-তে ব্রিজ ভেঙে চরম বিপত্তি, দেখুন | Kolkata News | Hooghly