India Vs South Africa: কেপ টাউনে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ, ইতিহাসে ভারতীয় দল

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনেক ম্যাচই ৫ দিনের আগে শেষ হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় দিনেই শেষ হয়ে গিয়েছে, এমন ম্যাচের সংখ্যা খুব বেশি নেই।

মোট বলের হিসেবে সংক্ষিপ্ততম টেস্ট ম্যাচ খেলল ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনের নিউল্যান্ডসে এই ম্যাচে মোট ৬৪২টি বল হল। ২ বলের বোলাররা মিলিয়ে দেড় দিনে ৬৪২টি বল করলেন। এর আগে টেস্ট ক্রিকেটে বলের হিসেবে সংক্ষিপ্ততম ম্যাচ হয়েছিল ১৯৩২ সালে মেলবোর্নে। সেবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৬৫৬টি বল হয়েছিল। ১৯৩৫ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের টেস্ট ম্যাচে মোট ৬৭২টি বল হয়েছিল। ১৮৮৮ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে ৭৮৮টি বল হয়েছিল। ১৮৮৮ সালেই লর্ডস ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে ৭৯২টি বল হয়েছিল। তবে অতীতের যাবতীয় রেকর্ড ছাপিয়ে গেল কেপ টাউনের এই ম্যাচ।

২৫ বার ২ দিনের কম সময়ে শেষ টেস্ট ম্যাচ

Latest Videos

কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচের আগে ২৪ বার ২ দিনের কম সময়েই শেষ হয়ে যায় টেস্ট ম্যাচ। ১৮৮২ সালে প্রথমবার ২ দিনের কম সময়ে টেস্ট ম্যাচ শেষ হয়ে যায়। ২০২৪ সালের শুরুতেই ফের এই ঘটনা দেখা গেল। ভারতীয় দল এই নিয়ে তৃতীয়বার এমন টেস্ট ম্যাচ খেলল যা ২ দিনের মধ্যেই শেষ হয়ে গেল। ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান টেস্ট ম্যাচ ২ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। ২০২১ সালে আমেদাবাদে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচও ২ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল।

ক্রিকেটের ইতিহাসে নবম টেস্ট ম্যাচ অন্যতম সংক্ষিপ্ত

১৮৮২ সালে ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচটি ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম ম্যাচ। এই ম্যাচের প্রথম ইনিংসে ৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর প্রথম ইনিংসে ১০১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১২২ রান করে অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে ৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: কেপ টাউনে জয় পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

India Vs South Africa: দক্ষিণ আফ্রিকায় ধোনির রেকর্ড স্পর্শ রোহিতের

Rohit Sharma: 'ভারতের পিচ নিয়ে অভিযোগ না করলে কেপ টাউনে খেলতে আপত্তি নেই,' কড়া বার্তা রোহিতের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের