Virat Kohli: কেপ টাউনে 'রাম' বিরাট কোহলি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Published : Jan 03, 2024, 05:19 PM ISTUpdated : Jan 03, 2024, 06:18 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ইনিংসে হেরে গেলেও, দ্বিতীয় টেস্ট ম্যাচের শুরুটা দুর্দান্তভাবে করল ভারতীয় দল। ফলে কেপ টাউনে খোশমেজাজে বিরাট কোহলি।

বুধবার কেপ টাউন টেস্ট ম্যাচের প্রথম সেশনে রামচন্দ্রের ভূমিকায় দেখা গেল ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। তিনি তীর চালানোর ভঙ্গি করলেন, হাতজোড় করে প্রণামের ভঙ্গিও করলেন। মাঠে 'রাম সিয়া রাম' গান চলার সময় এই ভঙ্গিতে দেখা যায় বিরাটকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। দক্ষিণ আফ্রিকার ভারতীয় বংশোদ্ভূত স্পিনার কেশব মহারাজ ব্যাটিং করতে গেলেই ‘রাম সিয়া রাম’ গান বাজানো হয়। কয়েকদিন আগেই যা নিয়ে রসিকতা করেন ভারতের উইকেটকিপার-ব্যাটার কে এল রাহুল। বুধবারও মহারাজ ব্যাটিং করতে নামার পর এই গান বেজে ওঠে। তখনই বিরাটকে রামচন্দ্রের ভঙ্গিতে দেখা যায়। মাঠে ও মাঠের বাইরে থাকা সবারই চোখ টেনে নেয় এই দৃশ্য। টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছে গিয়েছে এই ভিডিও। বিরাটের অনুরাগীরা এই ভিডিও দেখে উচ্ছ্বসিত। 

কেপ টাউনে ক্রিকেট-বিনোদন

কেপ টাউনের নিউল্যান্ডসে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ২ সেশনেই ভারতীয় দলের দাপট দেখা গেল। প্রথম সেশনেই মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অসাধারণ বোলিং করলেন মহম্মদ সিরাজ। প্রোটিয়াদের ইনিংসের শুরু থেকেই ভারতের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স দেখা যায়। ফলে ভারতীয় ক্রিকেটাররা সবাই খুশি। এরই মধ্যে দর্শকদের বিনোদন উপহার দিলেন বিরাট। রামের ভঙ্গিতে তাঁকে দেখতে পাওয়া দর্শকদের কাছে বাড়তি পাওনা।

 

 

 

ক্রিকেট মাঠে রাম মন্দিরের প্রভাব

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে। ভারতেই শুধু নয়, বিদেশেও রাম মন্দির নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন দেশে থাকা হিন্দুরা রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করছেন। এবার ক্রিকেট মাঠেও রামের প্রভাব দেখা গেল। ফিল্ডিং করার সময় এর আগেও বিরাটকে নানা ভঙ্গিতে দেখা গিয়েছে। তবে রামচন্দ্রের ভঙ্গিতে এই প্রথম দেখা গেল। 

 

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs South Africa: সিরাজের ৬ উইকেট, ৫৫ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

India Vs South Africa: বিরাট-রোহিতকে নকল করছেন, জানালেন ডেভিড বেডিংহ্যাম

New Zealand Vs South Africa: 'আমি নিউজিল্যান্ডের জায়গায় থাকলে খেলতাম না,' দক্ষিণ আফ্রিকার সমালোচনায় স্টিভ ওয়া

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা