দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে সহজ জয় পেলেও, দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা প্রত্যাশিতভাবে করতে পারল না ভারতীয় দল। রবিবার বাধা হয়ে দাঁড়াল আবহাওয়া।
প্রায় ২ ঘণ্টা অপেক্ষা করার পরেও বৃষ্টি থামার লক্ষণ না দেখে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টি-২০ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন আম্পায়াররা। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য টস করা সম্ভব হয়নি। ডারবানের কিংসমিডে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ ছিল। ডারবানে অনেক ভারতীয় বংশোদ্ভূতর বাস। তাঁরা বেশ কিছুদিন পর ভারতীয় দলের খেলা দেখার অপেক্ষায় ছিলেন। এই ম্যাচের সব টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। বৃষ্টির মধ্যেও ছাতা, রেনকোট নিয়ে অপেক্ষায় ছিলেন দর্শকরা। কিন্তু ম্যাচ শুরু করা সম্ভব হল না। ফলে হতাশ হয়েই মাঠ ছাড়তে হল ক্রিকেটার ও দর্শকদের। মঙ্গলবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচ সেন্ট জর্জেস পার্কে। ক্রিকেটপ্রেমীদের আশা, সেই ম্যাচে আর বৃষ্টি হবে না।
বাকি আর ৫ ম্যাচ
টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল এই ফর্ম্যাটে খুব বেশি ম্যাচ খেলবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজের পর দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ ভেস্তে গেল। এই সিরিজে আর ২ ম্যাচ বাকি। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলার কথা ভারতীয় দলের। আইপিএল-এর মাধ্যমে অবশ্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা।
দ্বিতীয় ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস
মঙ্গলবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই ম্যাচও যদি বৃষ্টির জন্য ভেস্তে যায়, তাহলে ভারতীয় দল ধাক্কা খাবে। এশিয়া কাপ থেকেই ভারতীয় দলকে তাড়া করে চলেছে বৃষ্টি। এশিয়া কাপে ভারতের একাধিক ম্যাচে হানা দেয় বৃষ্টি। ওডিআই বিশ্বকাপের জোড়া প্রস্তুতি ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে যায়। এবার দক্ষিণ আফ্রিকাতেও সঙ্গী হল বৃষ্টি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে অনিশ্চিত দীপক চাহার
Quinton de Kock: বিশ্বকাপের পরেই অবসর নিতে চাইছিলেন কুইন্টন ডি কক!