আইপিএল ২০২৬: বাংলাদেশের ৯ কোটি টাকার পেসার মুস্তাফিজুরকে সব ম্যাচে পাবে কেকেআর?

Published : Dec 17, 2025, 08:34 PM IST
Pak vs ban Mustafizur Rahman

সংক্ষিপ্ত

Mustafizur Rahman: আইপিএল-এ (IPL 2026) বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তবে তিনি হয়তো এবারের আইপিএল-এ সব ম্যাচে খেলবেন না।

DID YOU KNOW ?
বাংলাদেশের চতুর্থ তারকা
বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন মুস্তাফিজুর রহমান।

Kolkata Knight Riders: এবারের আইপিএল-এর নিলামে (IPL 2026 Mini Auction) ৯.২০ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেও, সব ম্যাচে হয়ত খেলতে পারবেন না বাংলাদেশের (Bangladesh) পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল ২০২৬ চলাকালীন নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি। বাংলাদেশ দলও ঘোষণা করা হয়নি। তবে চোট না পেলে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে থাকবেন মুস্তাফিজুর। এই পেসারকে যদি ওডিআই ও টি-২০, দুই সিরিজের দলেই রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে কয়েকটি ম্যাচে তাঁকে পাবে না কেকেআর। সেই সময় অন্য পেসারদের উপর ভরসা রাখতে হবে দলকে।

কতদিন জাতীয় দলে থাকবেন মুস্তাফিজুর?

সম্প্রতি বাংলাদেশের হয়ে সব ওডিআই ম্যাচে খেলার সুযোগ পাননি মুস্তাফিজুর। তাঁকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়েছে। তবে টি-২০ ফর্ম্যাটে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন এই পেসার। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে কীভাবে ব্যবহার করা হবে, তা এখনই স্পষ্ট নয়। কেকেআর শিবির অবশ্য চাইবে, মুস্তাফিজুরকে যেন ওডিআই ও টি-২০ সিরিজের দলে না রাখে বিসিবি। শুধু টি-২০ সিরিজের দলে যদি এই পেসারকে রাখা হয়, তাহলেও কেকেআর-এর খুব বেশি সমস্যা হবে না।

কেকেআর-এ চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার মুস্তাফিজুর

আইপিএল-এ কেকেআর-এ চতুর্থ বাংলাদেশী ক্রিকেটার হিসেবে যোগ দিতে চলেছেন মুস্তাফিজুর। তাঁর আগে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কেকেআর-এর হয়ে খেলেছেন মাশরাফি মোর্তাজা (Mashrafe Mortaza), শাকিব আল-হাসান (Shakib Al Hasan) ও লিটন দাস (Litton Das)। এবার মুস্তাফিজুর এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন। তিনি আইপিএল-এ অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার কেকেআর-এর হয়েও এই পেসার ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হচ্ছে। তবে তাঁকে সব ম্যাচে পাওয়া যাবে না। এই কারণে কিছুটা সমস্যা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯.২০
৯.২০ কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজুর।
আইপিএল ২০২৬ মিনি নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত-বনাম দক্ষিণ আফ্রিকা: ফের চোট পেলেন, চতুর্থ টি-২০ ম্যাচে দলে নেই শুবমান গিল
IPL Auction 2026: আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে দামি ২ আনক্যাপড ভারতীয় ক্রিকেটার, লুফে নিল চেন্নাই