India vs South Africa: বুধবার লখনউয়ে (Lucknow) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ ছিল। কিন্তু আবহাওয়ার কারণে এই ম্যাচ শুরু করা সম্ভব হল না। ফলে এই সিরিজে এখন শুধু পঞ্চম ম্যাচ বাকি।
KNOW
India vs South Africa Fourth T20: আড়াই ঘণ্টা অপেক্ষা করেও কোনও লাভ হল না। ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ শুরু করা সম্ভব হল না। বুধবার সন্ধে সাড়ে ছ'টায় টস হওয়ার কথা ছিল। তারপর সন্ধে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বছরের এই সময় সারা উত্তর ভারতের মতোই লখনউয়ে (Lucknow) দিনের বেশিরভাগ সময়েই ঘন কুয়াশা থাকে। এই কারণেই এদিন ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) খেলা শুরু করা সম্ভব হল না। বারবার মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা। শেষপর্যন্ত রাত সাড়ে ন'টা নাগাদ ঘোষণা করা হয়, খেলা শুরু করা সম্ভব নয়।
সিরিজ হারছে না ভারতীয় দল
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। এরপর ওডিআই সিরিজে ২-১ জয় পায় ভারত। চলতি টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে হেরে যায় ভারত। এরপর তৃতীয় ম্যাচে জয় পায় ভারতীয় দল। বুধবার চতুর্থ ম্যাচ হল না। এখন শুধু পঞ্চম ম্যাচ বাকি। ফলে শেষ ম্যাচে হেরে গেলেও সিরিজ হারবে না ভারত। শেষ ম্যাচে জয় পেলে ৩-১ ফলে সিরিজ জিতবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সেই ম্যাচে জয় পেলে সিরিজ ২-২ ড্র হবে।
তীব্র সমালোচনার মুখে বিসিসিআই
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে বেশ কিছুদিন লখনউ ও আশেপাশের অঞ্চলগুলিতে সবচেয়ে বেশি ঠান্ডা ও কুয়াশা থাকে। সন্ধে থেকে সারারাত এবং ভোরবেলা থেকে অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা একেবারে কমে যায়। শুধু দুপুরের দিকে দৃশ্যমানতা একটু ভালো থাকে। সে কথা জানা সত্ত্বেও এই সময় লখনউয়ে সন্ধেবেলা ম্যাচ আয়োজনের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে বিসিসিআই (BCCI)। অনেকেই বলছেন, লখনউয়ে বুধবার যে এই ম্যাচ হবে না, তা আগেই জানা ছিল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


