ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শীতকালে উত্তর ভারতে ম্যাচ নিয়ে নতুন করে ভাবছে বিসিসিআই

Published : Dec 18, 2025, 03:16 PM IST
Lucknow mausam update today 17th dec

সংক্ষিপ্ত

India vs South Africa: বুধবার লখনউয়ে (Lucknow) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য এই ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলে যাঁরা ম্যাচ দেখতে গিয়েছিলেন, তাঁরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

DID YOU KNOW ?
শুক্রবার পঞ্চম ম্যাচ
শুক্রবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে না হারলেই সিরিজ জিতবে ভারত।

Lucknow Fog: বিলম্বে বোধোদয়! বুধবার লখনউয়ের (Lucknow) ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ ঘন কুয়াশার জন্য ভেস্তে যাওয়ার পর শীতকালে উত্তর ভারতে ম্যাচ আয়োজন নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করছে বিসিসিআই (BCCI)। এ বিষয়ে সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajeev Shukla) বলেছেন, ‘কুয়াশার কারণে ম্যাচ বাতিল করতে হয়েছে। এই কারণে দর্শকরা হতাশ। উত্তর ভারতে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে যে সব ম্যাচ রয়েছে, সেগুলি নিয়ে আমাদের নতুন করে ভাবনা-চিন্তা করতে হবে। এই ম্যাচগুলি দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতে সরিয়ে নিয়ে যেতে হবে কি না, সে বিষয়ে আমাদের পর্যালোচনা করতে হবে। কুয়াশার জন্য ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলিতেও প্রভাব পড়ছে। এটা একটা গুরুতর বিষয়।’

ম্যাচ বাতিল হওয়ার পর টনক নড়ল বিসিসিআই-এর

বুধবার সন্ধে সাড়ে ছ'টায় টস হওয়ার পর সন্ধে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার জন্য টস করা সম্ভব হয়নি। রাত সাড়ে ন'টা পর্যন্ত অপেক্ষা করার পর ঘোষণা করা হয়, ম্যাচ শুরু করা সম্ভব নয়। বছরের এই সময় উত্তর ভারতে সন্ধেবেলা ঘন কুয়াশা থাকে জানার পরেও লখনউয়ে ম্যাচ আয়োজন করা নিয়ে অনেকেই বিসিসিআই-এর তীব্র সমালোচনা করছেন।

ঘরোয়া ক্রিকেটের ম্যাচগুলি উত্তর ভারত থেকে সরিয়ে নেওয়া হবে?

শীতকালেই ঘরোয়া ক্রিকেটের বেশিরভাগ টুর্নামেন্ট হয়। ২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। দেশের যে শহরগুলিতে এই ৫০ ওভারের টুর্নামেন্টের ম্যাচ হবে, তার মধ্যে জয়পুরও (Jaipur) আছে। সেখান থেকে ম্যাচ অন্য শহরে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা করছে বিসিসিআই। রঞ্জি ট্রফির (Ranji Trophy) সূচিতেও বদল আনা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ঘন কুয়াশার জন্য ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-২০ বাতিল।
বুধবার লখনউয়ে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচ বাতিল হয়ে গিয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

অ্যাশেজ ২০২৫-২৬: টেস্টে উইকেট সংখ্যায় গ্লেন ম্যাকগ্রাথকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ন
আইপিএল ২০২৬: কাশ্মীর থেকে এসে বাংলার হয়ে খেলছেন, রাজস্থান রয়্যালসে সুযোগ পেলেন ব্রিজেশ