India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বিশাল ব্যবধানে জয় পেলেও, বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারল না ভারতীয় দল। বোলিংয়ের পর ব্যাটিংয়েও ব্যর্থতার ফলে হেরে গেল ভারত।
KNOW
India vs South Africa Second T20: টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে কোনও সুবিধা হল না। দলের সেরা পেসারদের পারফরম্যান্স খুব খারাপ হল। ব্যাটাররাও ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে রানে হেরে গেল ভারতীয় দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা চার উইকেট হারিয়ে ২১৩ রান করে। জবাবে ১৯.১ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে গেল ভারতীয় দল। ফলে ৫১ রানে জয় পেল প্রোটিয়ারা। অসাধারণ বোলিং করলেন ওটনিল বার্টম্যান (Ottneil Baartman)। তিনি চার ওভার বোলিং করে ২৪ রান দিয়ে চার উইকেট নিলেন। ৩.১ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে জোড়া উইকেট নিলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। চার ওভার বোলিং করে ২৫ রান দিয়ে জোড়া উইকেট নিলেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। চার ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে জোড়া উইকেট নেন লুথো সিপামলা (Lutho Sipamla)।
বিফলে তিলক ভার্মার লড়াই
ভারতীয় দলের হয়ে লড়াই করলেন একমাত্র তিলক ভার্মা (Tilak Varma)। তিনি ৩৪ বল খেলে ৬২ রান করেন। তাঁর ইনিংসে ছিল জোড়া বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি। জিতেশ শর্মা (Jitesh Sharma) ১৭ বলে ২৭ রান করেন। অক্ষর প্যাটেল (Axar Patel) ২১ রান করেন। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ২০ রান করেন। অভিষেক শর্মা (Abhishek Sharma) আট বল খেলে ১৭ রান করেন। ফের ব্যর্থ হলেন শুবমান গিল (Shubman Gill)। ওপেন করতে নেমে তিনি প্রথম বলেই আউট হয়ে যান। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) ব্যর্থ হলেন। তিনি পাঁচ রান করেন।
দক্ষিণ আফ্রিকার নায়ক কুইন্টন ডি কক
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান ওপেনার কুইন্টন ডি কক (Quinton de Kock)। এই উইকেটকিপার-ব্যাটার ৪৬ বল খেলে ৯০ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও সাতটি ওভার-বাউন্ডারি মারেন। আইপিএল নিলামের (IPL 2026 Mini Auction) আগে ভালো ব্যাটিং করলেন ডি কক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


