বিসিসিআই চুক্তি: এ প্লাস গ্রেডে উন্নীত হতে পারেন শুবমান গিল, বিরাট-রোহিতের কী হবে?

Published : Dec 10, 2025, 11:35 PM ISTUpdated : Dec 10, 2025, 11:46 PM IST
Rohit sharma and Virat Kohli

সংক্ষিপ্ত

BCCI Annual Contract: প্রতি বছরই ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি করে বিসিসিআই। নতুন ইংরাজি বছরেও সেটা হতে চলেছে। ভারতীয় ক্রিকেটে এখন পালাবদল চলছে। সিনিয়র ক্রিকেটারদের বদলে তরুণদের সুযোগ দেওয়া হচ্ছে। বিসিসিআই-এর চুক্তিতেও এর প্রভাব পড়তে পারে।

DID YOU KNOW ?
শুবমান গিলের উন্নতি হবে?
এবার বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে শুবমান গিলের উন্নতি হতে পারে। তিনি এ প্লাস ক্যাটিগরিতে জায়গা পেতে পারেন।

Indian Cricket Team: ভারতের টেস্ট, ওডিআই দলের অধিনায়ক এবং টি-২০ দলের সহ-অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর শুবমানকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এবার বিসিসিআই-এর চুক্তিতেও (BCCI Annual Contract) তার প্রভাব দেখা যেতে পারে। এবার এ প্লাস ক্যাটিগরিতে জায়গা পেতে পারেন এই তারকা ব্যাটার। ২২ ডিসেম্বর বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা (BCCI AGM) হতে চলেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ (India vs South Africa T20I series) শেষ হওয়ার পরেই বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা হবে। এই সভাতেই ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তির কথা ঘোষণা করা হতে পারে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শুবমানকে চুক্তিতে উন্নীত করার পাশাপাশি বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই দুই তারকা ক্রিকেটার এখন শুধু ওডিআই ক্রিকেট খেলছেন। তাঁদের এ প্লাস ক্যাটিগরিতে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআই-এর চুক্তিতে চমক থাকবে?

গত বছর বিসিসিআই-এর চুক্তিতে চারজন ক্রিকেটার এ প্লাস ক্যাটিগরিতে জায়গা পেয়েছিলেন। এই চার ক্রিকেটার হলেন রোহিত, বিরাট, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। তাঁরা চুক্তি অনুযায়ী সাত কোটি টাকা পান। শুবমান, মহম্মদ সিরাজ (Mohammed Siraj), কে এল রাহুল (KL Rahul), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), মহম্মদ শামি (Mohammed Shami) ও ঋষভ পন্থ (Rishabh Pant) এ ক্যাটিগরিতে জায়গা পেয়েছিলেন। এবার চুক্তি থেকে বাদ পড়তে পারেন শামি। শুবমান ও ঋষভের উন্নতি হতে পারে।

নতুন কেউ চুক্তিতে জায়গা পাবেন?

বিসিসিআই-এর চুক্তি অনুযায়ী, এ প্লাস ক্যাটিগরিতে থাকা ক্রিকেটাররা বছরে সাত কোটি টাকা করে পান। এ ক্যাটিগরিতে থাকা ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পান। বি ক্যাটিগরিতে থাকা ক্রিকেটাররা বছরে তিন কোটি টাকা করে পান। সি ক্যাটিগরিতে থাকা ক্রিকেটাররা বছরে এক কোটি টাকা করে পান। এবার চুক্তিতে নিশ্চিতভাবেই রদবদল করা হবে। নতুন কেউ চুক্তিতে জায়গা পেতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বিসিসিআই এ প্লাস ক্যাটিগরিতে থাকলে ৭ কোটি টাকা পাওয়া যায়।
বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে এ প্লাস ক্যাটিগরিতে যে ক্রিকেটাররা জায়গা পান, তাঁরা বছরে ৭ কোটি টাকা করে পান।
Read more Articles on
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
দেখা হল হরমনপ্রীত কউরের সঙ্গে, বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মন্ধানা