ICC ODI Rankings: আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দুই স্থানে যথাক্রমে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। এই দুই তারকা ব্যাটার সম্প্রতি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

DID YOU
KNOW
?
শীর্ষে ২ ভারতীয়
আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে রোহিত শর্মা এবং দ্বিতীয় স্থানে বিরাট কোহলি।

Virat Kohli-Rohit Sharma: আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) দ্বিতীয় স্থানে উঠে এলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সদ্যসমাপ্ত ওডিআই সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। তিনি প্রথম দুই ম্যাচে শতরান করেন এই তারকা ব্যাটার। এই পারফরম্যান্সের সুবাদেই আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে তাঁর উন্নতি হল। সতীর্থ রোহিত শর্মা (Rohit Sharma) এখনও শীর্ষে থাকলেও, তাঁর সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলেছেন বিরাট। তিনি এখন রোহিতের চেয়ে মাত্র আট রেটিং পয়েন্ট পিছিয়ে। বুধবার নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। দুই ধাপ উন্নতি করেছেন বিরাট। তিনি নিউজিল্যান্ডের (New Zealand) ড্যারিল মিচেল (Daryl Mitchell) ও আফগানিস্তানের (Afghanistan) ইব্রাহিম জাদ্রানকে (Ibrahim Zadran) টপকে গেলেন বিরাট। তিনি দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচে ৩০২ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ১৫১। তাঁর স্ট্রাইক রেট ১১৭.০৫। রাঁচি (Ranchi) ও রায়পুরে (Raipur) শতরান করেন বিরাট।

র‍্যাঙ্কিংয়ে রোহিত-বিরাটের লড়াই

২০২১ সালের মার্চে শেষবার আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বিরাট। তারপর তাঁকে শীর্ষস্থান থেকে সরিয়ে দেন পাকিস্তানের (Pakistan) তারকা ব্যাটার বাবর আজম (Babar Azam)। এবার ফের শীর্ষে পৌঁছে যেতে পারেন বিরাট। যদিও রোহিত এখনও শীর্ষস্থান ধরে রাখতে পেরেছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে ১৪৬ রান করেন। বিশাখাপত্তনমে (Visakhapatnam) সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৬৫ রান করে অপরাজিত থাকেন রোহিত। এই কারণেই তিনি এখনও শীর্ষে।

কুলদীপ যাদবেরও উন্নতি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে বিরাটের পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। তিনি আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। আফগানিস্তানের তারকা রশিদ খান (Rashid Khan) এখনও বোলারদের তালিকার শীর্ষে আছেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের (England) পেসার জোফ্রা আর্চার (Jofra Archer) দ্বিতীয় স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিন ম্যাচ খেলে ৬.২৩ ইকনমি রেটে নয় উইকেট নিয়েছেন। এই কারণেই তাঁর উন্নতি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।