দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর কীভাবে টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যেতে পারে ভারত?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পেলে ভারতীয় দলের টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত হয়ে যেত। কিন্তু ভারত হেরে যাওয়ায় কাজটা কিছুটা কঠিন হয়ে গেল।

প্রথম ২ ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হঠাৎই ছন্দপতন। টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এই হার সুপার ১২ গ্রুপ ২-এর হিসেব জটিল করে দিল। গ্রুপের শীর্ষস্থান দখল করা নিয়ে প্রোটিয়াদের সঙ্গে লড়াইয়ে ছিল ভারত। ম্যাচের আগে পর্যন্ত রোহিতরাই গ্রুপের শীর্ষে ছিলেন। হেরে গিয়ে তাঁরা নেমে গেলেন ২ নম্বরে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এখন গ্রুপের সেরা দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। ৩ ম্যাচে ৪ পয়েন্ট আছে বাংলাদেশেরও। তবে রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে শাকিব আল-হাসানরা। ২ নভেম্বর ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলাদেশের পর ৬ নভেম্বর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলবেন রোহিতরা। শেষ চারে জায়গা করে নিতে হলে দু'টি ম্যাচই জিততে হবে ভারতকে। ৮ পয়েন্ট পেয়ে গেলে সহজেই শেষ চারে চলে যাবে ভারত।

টি-২০ বিশ্বকাপে রবিবার জিম্বাবোয়েকে ৩ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশে। অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। তবে এদিন জিতলেও, পাকিস্তানের সেমি ফাইনালে যাওয়ার আশা নেই বললেই চলে। বাবর আজমদের ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের সঙ্গে। তাঁরা সর্বোচ্চ পেতে পারে ৬ পয়েন্ট। কিন্তু দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে। ডাচরা প্রোটিয়াদের হারাবে, এই আশা না করাই ভাল। বাংলাদেশের ম্যাচ বাকি ভারত ও পাকিস্তানের সঙ্গে। এই দুই ম্যাচের ফল গুরুত্বপূর্ণ হতে চলেছে। জিম্বাবোয়ের ম্যাচ বাকি নেদারল্যান্ডস ও ভারতের সঙ্গে। নেদারল্যান্ডসকে হারালে ৫ পয়েন্টে পৌঁছে যাবে জিম্বাবোয়ে। সেক্ষেত্রে ভারতের সঙ্গে তাদের ম্যাচ আকর্ষণীয় হয়ে উঠবে। দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে। ফলে এই গ্রুপের শেষ কয়েকটি ম্যাচ উত্তেজক হতে চলেছে।

Latest Videos

ভারতীয় দল আজ জিতে গেলে এই গ্রুপের অঙ্ক অবশ্য কম জটিল হত না। সেক্ষেত্রে পাকিস্তানেরও সেমি ফাইনালে যাওয়ার ভাল সুযোগ থাকত। বাংলাদেশ এদিন জিম্বাবোয়েকে হারিয়ে দেওয়ায় এবং নিজেরা জেতায় উল্লসিত হয়ে উঠেছিল পাক শিবির। তারা ভারতের জয় চাইছিল। কিন্তু ভারত হেরে গিয়ে পাকিস্তানের কাজটা প্রায় অসম্ভব করে দিল। এখন এই গ্রুপ থেকে শেষ চারে যাওয়ার লড়াই মূলত ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ।

আরও পড়ুন-

উত্তেজক ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ রানে জয়, সেমি ফাইনালের লড়াই জমিয়ে দিল বাংলাদেশ

ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়েও ব্যর্থতা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ উইকেটে হার ভারতের

ফের ব্যর্থ বাবর, নেদারল্যান্ডসকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে প্রথম জয় পাকিস্তানের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রাফাল যুদ্ধবিমান বনাম লুঙ্গি! হাস্যকর আস্ফালন বাংলাদেশের BNP নেতার | Bangladesh News | Rafale
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র
রংরুটের জেরে মুখোমুখি যাত্রীবাহী বাস ও ডাম্পার! সংঘর্ষে কেঁপে উঠলো গোটা এলাকা | Nadia News Today
সম্পত্তির দ্বন্দ্বে ভয়ংকর পরিণতি! তীব্র উত্তেজনা Paschim Medinipur-এ | North 24 Parganas News Today
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News