T-20 World Cup: 'দ্রাবিড় একজন অসাধারণ মানুষ' বিশ্বজয়ের পর আবেগঘন হার্দিক

এখনও যেন এক আবেগঘন মুহূর্তের মধ্যে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজয়ী টিম ইন্ডিয়া (Team India)। আর সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যেন অনেকটা বেশি ইমোশনাল।

এখনও যেন এক আবেগঘন মুহূর্তের মধ্যে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজয়ী টিম ইন্ডিয়া (Team India)। আর সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) যেন অনেকটা বেশি ইমোশনাল।

গোটা টি-২০ ক্রিকেট বিশ্বকাপে (T-20 Cricket World Cup 2024), দলের প্রয়োজনে ব্যাট হাতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। একজন ক্রিকেটারের হয়ত সবটা ভালো যায়না কোনওদিন। কিন্তু চেষ্টার ত্রুটি রাখেননি হার্দিক। বল হাতেও ভারতীয় দলকে সাপোর্ট দিয়েছেন জরুরি সময়ে। যেন একজন পারফেক্ট অলরাউন্ডার।

Latest Videos

বিশ্বকাপ জয়ের পর সেই আবেগ আর ধরে রাখতে পারলেন না তিনি। বার্বাডোজে (Barbados), টি-২০ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ২০ রান দিয়ে হার্দিক নেন ৩ উইকেট। প্রচণ্ড চাপের মাঝেও মাথা ঠাণ্ডা রেখে দায়িত্ব সামলে গেলেন। সর্বোপরি, তাঁর ইকোনমি রেট ৬.৭০।

কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে অনেকটা পরিশ্রম এবং নিষ্ঠা। এক সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সেই হার্দিকের মনে ছিল স্বপ্ন। বাবা হিমাংশু পান্ডিয়ার ছিল ছোট একটি কার ফিন্যান্সের ব্যবসা। চূড়ান্ত অভাবের সংসারেও তিনি তাঁর দুই ছেলেকে ভর্তি করে দেন ক্রিকেট কোচিং ক্যাম্পে। সকালবেলায় হার্দিকরা যেতেন প্র্যাকটিসে। ব্রেকফাস্ট জুটত কি জুটত না, কিন্তু খেলা থামাননি হার্দিক। কখনও হয়ত লাঞ্চ আর ব্রেকফাস্ট একসঙ্গেই হত।

এই কঠিন লড়াই সবাই লড়তে পারে না। কিন্তু জেদ আর ইচ্ছে থাকলে, প্যাশনকে জয় করা সম্ভব। তার প্রমাণই যেন দিয়ে গেলেন হার্দিক। জাতীয় দলে আসার পরেও খারাপ সময় এসেছে। তখন তাঁর ছোটবেলার কোচ জিতেন্দরের কাছে বারবার ফিরে গেছেন। ব্যাটিং থেকে বোলিং, উন্নতির জন্য সবকিছু দিয়ে চেষ্টা করেছেন।

আজ সেই ফল পেলেন জাতীয় দলের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ভারতীয় দলের কোচ দ্রাবিড়ও (Rahul Dravid) ভরসা রেখেছিলেন তাঁর ওপর। আর এই অসাধারণ পারফরম্যান্সের পর, কোচ রাহুল দ্রাবিড়কে কৃতিত্ব দিতে ভোলেননি হার্দিক পান্ডিয়া।

ম্যাচ শেষে তাঁর কথায়, “আমি ভীষণ খুশি তাঁর জন্য। দ্রাবিড় একজন অসাধারণ মানুষ। তাঁর সঙ্গে কাজ করে গর্বিত। আমাদের মধ্যে পুরো বন্ধুর মতো সম্পর্ক। কোচের ফেয়ারওয়েল আমরা ট্রফি জয় করেই দিতে চেয়েছিলাম।”

 

 

আরও পড়ুন; 

একটি যুগের সমাপতন! বন্ধু কোহলির ঘোষণার তিন ঘণ্টার মধ্যেই টি-২০ থেকে অবসর রোহিতের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News