India Vs South Africa: ভারতের বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজে নেই বাভুমা, রাবাদা

Published : Dec 04, 2023, 02:59 PM ISTUpdated : Dec 04, 2023, 03:41 PM IST
Temba Bavuma

সংক্ষিপ্ত

এবারের ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্স ভালো হলেও, অধিনায়ক টেম্বা বাভুমা একেবারেই ফর্মে ছিলেন না। বিশ্বকাপের পরেই সাদা বলের সিরিজে তাঁকে 'বিশ্রাম' দেওয়া ইঙ্গিতপূর্ণ।

ভারতের বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজে খেলছেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা। সাদা বলের সিরিজে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে থাকছেন  প্রথমবার দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেয়েছেন মিহলালি এমপংওয়ানা, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্গার। অলরাউন্ডার এমপংওয়ানা এ বছরের অক্টোবরে ডিভিশন ১ টুর্নামেন্টের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখান। সেই সুবাদে তিনি ওডিআই সিরিজের দলে সুযোগ পেয়েছেন। পেসার বার্গার টি-২০, ওডিআই, টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন। ব্যাটার বেডিংহ্যাম টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন। প্রথমবার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে সুযোগ পেয়েছেন আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানসের হয়ে ভালো পারফরম্যান্স দেখানো ট্রিস্টান স্টাবস। ২৩ বছরের এই উইকেটকিপার-ব্যাটার ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার হয়ে ওডিআই, টি-২০ ম্যাচ খেলেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরানও করেছেন। এবার টেস্টেও খেলার সুযোগ পেতে পারেন। ওডিআই, টেস্ট সিরিজের দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার কাইল ভেরিনি। তিনি শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে।

বাভুমা বিশ্রামে না বাদ?

ওডিআই বিশ্বকাপে খুব খারাপ পারফরম্যান্স দেখান বাভুমা। এর জন্য তাঁকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এরপরেই জল্পনা শুরু হয়, অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে বাভুমাকে। সরকারিভাবে এখনও এ ব্যাপারে কোনও ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তবে ভবিষ্যতে হয়তো আর সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে দেখা যাবে না বাভুমাকে।

দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটারের চোট

দক্ষিণ আফ্রিকার পেসার লিজার্ড উইলিয়ামস ঘরোয়া ক্রিকেট ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন। তাঁর চোট পরীক্ষা করা হচ্ছে। অ্যানরিখ নর্খিয়ের কোমরে চোট আছে। ওয়েন পার্নেলের বাঁ কাঁধে চোট আছে। এই কারণে তাঁরা ভারতের বিরুদ্ধে খেলছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India Vs Australia: সিরিজ জয়ের ট্রফি রিঙ্কুর হাতে তুলে দিলেন সূর্যকুমার, ভাইরাল ভিডিও

India Vs Australia: বেঙ্গালুুরুতেও জয়, টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ হারাল ভারত

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে