
India vs South Africa Test: ইডেন গার্ডেন্সে হতাশাজনক হারের পরেও নিজের সিদ্ধান্তে অবিচল রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর (India vs South Africa Kolkata Test)। তিনি বলেন, কলকাতায় ভারতীয় দলের মনের মতোই পিচ তৈরি করা হয়। ব্যাটারদের খারাপ পারফরম্যান্সই ভারতের হারের আসল কারণ। রবিবার ম্যাচের পর, গম্ভীর সাংবাদিক সম্মেলনে এসে বলেন, কলকাতার উইকেট খেলার অযোগ্য ছিল না। চাপের কাছে নতিস্বীকার করাই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে (india vs south africa test)।
প্রসঙ্গত, ভারত জিতলে হয়ত পিচ নিয়ে কোনও বিতর্কই তৈরি হতো না। গুয়াহাটিতে যে কোনও ধরনের পিচেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে দল। এমনটাই জানিয়েছেন গৌতম গম্ভীর। অন্যদিকে, সিএবি সভাপতি এবং প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও স্পষ্ট করে জানিয়েছেন যে, ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুরোধ অনুযায়ী পিচ তৈরি করা হয় ইডেনে।
তবে এমনই রহস্যময় পিচ, যেটিতে দুটি দলের চারটি ইনিংসের কোনওটিতেই ২০০ রানের গণ্ডি পেরোয়নি। যেখানে স্পিনারদের পাশাপাশি পেসাররাও দুর্দান্ত পারফর্ম করেছেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ভারতের হয়ে যশপ্রীত বুমরা পাঁচটি উইকেট নেন এবং ভারতের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো জ্যানসেন ৩টি উইকেট নেন।
এরপর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দুটি ছাড়া বাকি সব উইকেটই টিম ইন্ডিয়ার স্পিনাররা নিয়েছেন। ভারতের দ্বিতীয় ইনিংসেও দুটি ছাড়া বাকি সব উইকেট স্পিনারদের দখলে ছিল। গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, স্পিন পিচ তৈরির জন্য কিউরেটর সুজন মুখার্জিকে দোষ দেওয়া যাবে না। কারণ, এটি ভারতীয় দলের অনুরোধেই তৈরি করা হয়।
ভারতীয় দলের অনুরোধেই ম্যাচের চার দিন আগে পিচে জল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। সৌরভের কথায়, পিচে জল দেওয়া বন্ধ করলে এমন ভাঙন দেখা দিতে পারে।
মাত্র আড়াই দিন স্থায়ী ইডেন টেস্টে ভারত ৩০ রানে পরাজিত হয়। ১২৪ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত চতুর্থ ইনিংসে ৯৩ রানে অলআউট হয়ে যায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।