India vs South Africa Test: রহস্যময় টার্নিং পিচে বাজিমাত! ইডেন বলল, “ওয়েল প্লেড ক্যাপ্টেন!"

Published : Nov 17, 2025, 01:58 PM IST
India vs South Africa Test

সংক্ষিপ্ত

India vs South Africa Test: প্রথম ইনিংসে বাভুমা করেন মাত্র ৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস প্রমাণ করে দিল, টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম বড় ভরসা।

India vs South Africa Test: শীতের সকাল এবং ইডেন টেস্ট। রবিবার, অর্থাৎ তৃতীয় দিন কার্যত, টানটান উত্তেজনার খেলা (india vs south africa test)। সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করল ক্রিকেটের নন্দন-কাননে। ভারতের তখন দরকার ৩টি উইকেট। কিন্তু সেটা আবার কম রানের মধ্যে হওয়া দরকার। কারণ, রান বেশি হলে সমূহ বিপদ এই ভয়ঙ্কর টার্নিং পিচে। তবে সবকিছুকে ছাপিয়ে একজনের নাম বারবার উঠে এল, তিনি হলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা (india vs south africa test eden gardens)। 

ইডেনের রহস্যময় পিচ

২২ গজ নিয়ে তর্ক-বিতর্ক চলবে। খেলাতেও হার-জিত থাকবে। তবে বহুদিন পর, এমন একটা টেস্ট ম্যাচের সাক্ষী থাকল কলকাতার ইডেন গার্ডেন্স, যে ম্যাচে কেউ জোর গলায় বলতে পারেনি কে জিতবে? নেপথ্যে অবশ্যই ইডেনের রহস্যময় পিচ।

হাড্ডাহাড্ডি ক্রিকেট এবং কম লক্ষ্যমাত্রা রেখেও জয় দক্ষিণ আফ্রিকার। টিম ইন্ডিয়ার টার্গেট ছিল মাত্র ১২৪ রান। কিন্তু তাও পরাজয়। এই কথা ঠিক যে, দুই দলের ব্যাটিং লাইন-আপই মুখ থুবড়ে পড়েছে এই পিচে। বোলারদের ব্যাপক সাফল্য। কিন্তু একটা কথা বলতেই হবে। দ্বিতীয় দিনের শেষে, দক্ষিণ আফ্রিকার ৭ উইকেট পড়ে যাওয়ার পর, অনেকেই মনে করতে শুরু করেন তৃতীয় দিন খুব একটা বেশি কিছু করতে পারবেনা তারা। 

 

 

কিন্তু সেই লজিককে ভুম প্রমাণ করলেন টেম্বা বাভুমা। রীতিমতো ক্রিজ আঁকড়ে পড়ে থেকে লড়াই করলেন। যেন মাঠের মধ্যে পাওয়া কটূক্তির জবাব দিলেন। শুধু কি তাই? না তা নয় আসলে। এক শ্বেতাঙ্গ ক্যাপ্টেন, উচ্চতায় বিশাল কিছু নন! সাধারণত অগ্রাহ্য এবং উপেক্ষাই বেশিরভাগ সময় সঙ্গী হয়েছে হয়ত। কিন্তু মনের খিদে আর জয়ের তাগিদের কাছে আসলে তা হয়ত কিছুই নয়। তাই বুঝিয়ে দিলেন, কেন তিনি অধিনায়কের ব্যাগি গ্রিন ক্যাপটি মাথায় পরে নিয়েছেন?

আলোচনার কেন্দ্রবিন্দুতে টেম্বা বাভুমা

কেন বিশ্বের টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে নিতে পেরেছে তাঁর দল? প্রথম ইনিংসে বাভুমা করেন মাত্র ৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁর অপরাজিত ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস প্রমাণ করে দিল, টেম্বা বাভুমা  দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম বড় ভরসা। ২২ গজে দাপট দেখালেন, উচ্চতা যেখানে কোনও বাধাই নয়। স্কিল শেষ কথা বলল। তাঁর স্যুইপ শট থেকে কভার ড্রাইভ, সবটাই যেন ছাপ রেখে গেল। 

ইডেনে তৃপ্তির হাসি তাঁর মুখে। সেই মাঠ, সেই ২২ গজ! যে নন্দন-কাননে তৈরি হয়েছে একের পর এক ইতিহাস, সেই মাঠেই ১৫ বছর পর, নিজের দলকে টেস্ট সিরিজ জেতালেন টেম্বা বাভুমা। প্রোটিয়াদের বোলিং লাইন-আপ এবং ভারতের বোলিং লাইন-আপ, দুটোই সফল। কিন্তু তাঁর কথা না বলে থাকা যায়না। ঠিক যেভাবে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে ব্যাট করে গেলেন, ঠিক তেমনই হিমশীতল মানসিকতা রেখে সতীর্থদের সঙ্গে নিয়ে ম্যাচ বের করে আনলেন। দক্ষিণ আফ্রিকা জিতল ৩০ রানে। 

বোলিং করালেন এমন বোলারদের দিয়ে, যারা সঠিক সময়ে বাজিমাত করে গেলেন। দিনের শেষে ইডেনও বলল, “ওয়েল প্লেড ক্যাপ্টেন!" 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম