
Shubman Gill Injury: রবিবার কলকাতার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ব্যাটিং করতে নেমে তিন বল খেলার পরেই স্যুইপ করতে গিয়ে ঘাড়ে চোট পান শুবমান। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর তাঁকে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এমআরআই-সহ নানা ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর শুবমানকে রবিবার ছেড়ে দেওয়া হয়েছে।তিনি টিম হোটেলে ফিরেছেন। তাঁর চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে করছে বিসিসিআই মেডিক্যাল টিম (BCCI Medical Team)। শুবমানের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি হাঁটতে পারছেন, ঘাড় নাড়াতে পারছেন। তাঁর ঘাড়ে যে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, তাও অনেকটা কমে গিয়েছে।
শুবমান হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর টিম হোটেলে ফিরলেও, চিকিৎসক ও বিসিসিআই মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন চিকিৎসকরা। শুবমান দলের সবার সঙ্গে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলার জন্য গুয়াহাটিতে (Guwahati) যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কয়েকদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আশা থাকলে তবেই দলের সঙ্গে গুয়াহাটিতে যেতে পারেন ভারতের অধিনায়ক। তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। তিনি চিকিৎসায় কেমন সাড়া দিচ্ছেন, তার উপর সবকিছু নির্ভর করছে।
শনিবার রাতে হাসপাতালে থাকতে হয় শুবমানকে। এর ফলে রবিবার তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব হয়নি। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, ‘কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন ভারতের অধিনায়ক শুবমান গিলের ঘাড়ে চোট লাগে। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর তাঁর শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তিনি আর এই টেস্ট ম্যাচে খেলতে পারবেন না। বিসিসিআই-এর মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।’ রবিবার রাতে অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের অধিনায়ক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।