India Vs South Africa: ওডিআই বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা, মত দ্রাবিড়ের

এবারের ওডিআই বিশ্বকাপে সবচেয়ে ধারাবাহিক দল ছিল ভারত। কিন্তু টানা ১০ ম্যাচ জেতার পর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারতীয় দল। সেই হার নিয়ে এখনও ক্রিকেট মহলে আলোচনা চলছে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে কি প্রথমবার টেস্ট সিরিজ জিততে পারবে ভারতীয় দল? সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে আত্মবিশ্বাসী ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ভারতীয় ক্রিকেটাররা টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখানোর ব্যাপারে বদ্ধপরিকর। দ্রাবিড়ের মতে, ভারতীয় ক্রিকেটাররা ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠেছেন। ভারতের প্রধান কোচ আরও জানিয়েছেন, অ্যাথলিটদের অনেক কম বয়স থেকেই হারের হতাশা কাটিয়ে পরের সুযোগ কাজে লাগানোর ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। দলের সবাই টেস্ট সিরিজে ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। ভারতীয় ক্রিকেটাররা ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের হতাশা বয়ে বেড়াতে পারেন না বলেও মত দ্রাবিড়ের।

ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন দ্রাবিড়

Latest Videos

রবিবার সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেছেন, ‘আমরা অতীতেও বিশ্বকাপ ফাইনালে হেরে গিয়েছি। হ্যাঁ, এই হার হতাশাজনক। কিন্তু আমরা সেই হারের হতাশা কাটিয়ে উঠেছি। এখন আমাদের সামনে অন্য সিরিজ রয়েছে। আমাদের দলের খেলোয়াড়রা হতাশা কাটিয়ে ওঠার ব্যাপারে দক্ষ। আমাদের হতাশা কাটিয়ে উঠতে বাধ্য করা হয়েছে। আমরা ছোটবেলা থেকেই হতাশা কাটিয়ে ওঠা শিখে নিয়েছি। প্রতিবারই আউট হওয়ার পর সবাই হতাশ হয়ে পড়ে। পরের ইনিংসে আবার ব্যাটিং করার সুযোগ থাকে। সেই ইনিংসে ভালো ব্যাটিং করার জন্য তৈরি হতে হয়। সেই কারণেই হতাশাকে সঙ্গী করে রাখা যায় না। একজন ক্রিকেটার হিসেবে হতাশা কাটিয়ে ওঠা শিখে নিতে হয়। ছোটবেলা থেকেই এই শিক্ষা পাওয়া যায়। হ্যাঁ, দলের সবাই হতাশ। আমরা সবাই হতাশ ছিলাম। কিন্তু আমরা হতাশা কাটিয়ে উঠে সামনের দিকে তাকাচ্ছি।’

ক্রিকেটারদের মনোবলের অভাব নেই

দ্রাবিড় বলেছেন, ‘ভারতের হয়ে খেলার জন্য আলাদা করে মনোবলের দরকার নেই। আমাদের দলের কারও মনোবলের অভাব নেই। দক্ষিণ আফ্রিকায় এসে দেশের প্রতিনিধিত্ব করা, টেস্ট ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার জন্য কারও মনোবলের অভাব আছে বলে আমার মনে হয় না। আমার কাউকে অনুপ্রাণিত করার দরকার হয়নি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli: দেখুন ভিডিও, ফের দলে যোগ দিয়ে নেটে অনুশীলন, সেঞ্চুরিয়নে খেলতে তৈরি বিরাট

India Women Vs Australia Women: হরমনপ্রীতদের জয়ে উচ্ছ্বসিত ওয়াংখেড়ে, দর্শকদের কণ্ঠে বন্দে মাতরম, ভাইরাল ভিডিও

India Vs South Africa: রোহিত-বিরাটদের থামাতে পেস বোলিং আক্রমণই ভরসা দক্ষিণ আফ্রিকার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury