দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দলের হারের পর রোহিত শর্মাদের পারফরম্যান্সের সমালোচনা করছেন প্রাক্তন ক্রিকেটাররা। পাল্টা মন্তব্য করেছেন রোহিতও।
সম্প্রতি বিদেশ সফরে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলছে না ভারতীয় দল। সরাসরি টি-২০, ওডিআই বা টেস্ট সিরিজ খেলছেন ভারতীয় ক্রিকেটাররা। এই পরিকল্পনার সঙ্গে একমত নন সুনীল গাভাসকর। ভারতের অধিনায়ক রোহিত শর্মা প্রস্তুতি ম্যাচ না খেলার পক্ষে যুক্তি পেশ করলেও, তা মানতে নারাজ গাভাসকর। তিনি অনুশীলন ম্যাচ খেলার পক্ষে মতপ্রকাশ করেছেন। নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ নয়, ভালো মানের দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেললে তবেই বিদেশের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায় বলে মতপ্রকাশ করেছেন গাভাসকর। তিনি সাফল্য পাওয়ার জন্য ভারতীয় দলের পরিকল্পনায় বদল আনার পরামর্শ দিয়েছেন।
রোহিতের যুক্তি খণ্ডন করলেন গাভাসকর
অনুশীলন ম্যাচ না খেলা নিয়ে রোহিতের যুক্তি হল, তাঁরা বিদেশ সফরে গিয়ে পছন্দসই পিচ পাননি। এর আগের সফরগুলিতে যে ম্যাচ খেলেছেন, সেই ম্যাচগুলিতে বিপক্ষ দলের বোলিং আক্রমণও ভালো মানের ছিল না। সেই কারণেই ভারতীয় দল নিজেদের মধ্যে অনুশীলন ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। গাভাসকর অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তিনি বলেছেন, ‘রোহিত যা বলছে সেটা হতে পারে। আমি জানি না। আমি শুধু এটাই বলতে চাই, তোমরা যদি বিদেশ সফরে গিয়ে সেই দেশের এ দলের বিরুদ্ধে বা ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলার সুযোগ পাও, তাহলে খেলো। এই ম্যাচে বিপক্ষ দলের খেলোয়াড়রা নির্বাচকদের খুশি করার লক্ষ্যে ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করবে। সেই কারণে বিপক্ষ দলের ব্যাটার ও বোলাররা সর্বস্ব দেওয়ার চেষ্টা করবে।’
বিসিসিআই-এর কাছে বিশেষ আর্জি গাভাসকরের
বিসিসিআই-এর উদ্দেশ্যে গাভাসকর বলেছেন, ‘বিদেশ সফরের পরিকল্পনার সময় সংশ্লিষ্ট দেশের বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত। সেই দেশের এ দল বা ঘরোয়া প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো উচিত। সেটা হলে ভালো মানের দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাওয়া যেতে পারে। নিজেদের মধ্যে ম্যাচ খেলার কোনও অর্থ নেই।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
India Vs South Africa: অনুশীলনে চোট শার্দুল ঠাকুরের, দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই আশঙ্কা
India Vs South Africa: অসুস্থতার জন্য ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই জেরাল্ড কোটজি
Mohammad Shami: বিশ্বকাপে খেলেছেন ইঞ্জেকশন নিয়ে, এখন শামিকে ভোগাচ্ছে গোড়ালির চোট