India vs South Africa Test: কলকাতার ইডেন গার্ডেন্সে, শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট (india vs south africa test)। সিরিজের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে (india vs south africa test series)।
এই ম্যাচেই টসে জিতে ব্যাটিং নিল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের নন্দন কাননে শুরু হতে চলেছে প্রথম টেস্ট ম্যাচ। প্রথমে ব্যাট করতে নামছে প্রোটিয়ারা। বল করবে ভারত। অন্যদিকে, সিরিজের এই দুটি টেস্ট ম্যাচই যে ভীষণ গুরুত্বপূর্ণ, তা পরিষ্কার করে দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। প্রথম টেস্টে ভালো ফল করার জন্য টিম ইন্ডিয়া মুখিয়ে রয়েছে বলে জানান তিনি। শেষ টেস্টে খেলা নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে দলে এসেছেন ঋষভ পন্থ। এছাড়া অক্ষর প্যাটেলও স্কোয়াডে রয়েছেন।
অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা যথেষ্ট সতর্ক এবং আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, ৫০,০০০-৬০,০০০ দর্শকের সামনে খেলা সত্যিই একটা উপভোগ্য বিষয়। তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন বলে আলাদা করে কোনও চাপ কাজ করছে না প্রোটিয়া দলে। টিমের নজর পুরোপুরি পারফরম্যান্সের দিকেই রয়েছে। তবে পাঁজরের আঘাতের অন্য দল থেকে বাদ পড়েছেন কাগিসো রাবাডা। তাঁর পরিবর্তে দলে এসেছেন করবিন বোশ।
ভারতের প্রথম একাদশঃ যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশঃ এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, উয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন (উইকেটকিপার-ব্যাটার), সাইমন হার্মার, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।