India Vs South Africa: সঞ্জুর শতরান, আর্শদীপের ৪ উইকেট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের

Published : Dec 22, 2023, 12:16 AM ISTUpdated : Dec 22, 2023, 01:20 AM IST
Team India

সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত টি-২০ সিরিজ ড্র করলেও, ওডিআই সিরিজ জিতল ভারতীয় দল। বিশ্বকাপে রানার্স হওয়ার পর প্রথম ওডিআই সিরিজ খেলতে নেমে জয় পেল ভারত।

তৃতীয় ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়ে সিরিজ দখল করল ভারতীয় দল। বৃহস্পতিবারের ম্যাচে ভারতের জয়ের নায়ক সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং। ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৯৬ রান করে। জবাবে ৪৫.৫ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এই জয় টেস্ট সিরিজের আগে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। টেস্ট সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্রথমসারির ক্রিকেটাররা খেলবেন। ভারতীয় দলের বোলিং বিভাগের শক্তিও বেড়ে যাবে। ফলে টেস্ট সিরিজেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির।

জয়ের নায়ক সঞ্জু

এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা খারাপ করেনি ভারত। ওপেনিং জুটিতে ৩৪ রান যোগ করেন রজত পতিদার (২২) ও সাই সুদর্শন (১০)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ১১৪ বলে ১০৮ রান করেন সঞ্জু। অধিনায়ক কে এল রাহুল করেন ২১ রান। তিলক ভার্মা করেন ৫২ রান। রিঙ্কু সিং করেন ৩৮ রান। ১ রান করেই আউট হয়ে যান অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দর করেন ১৪ রান। ৭ রান করে অপরাজিত থাকেন আর্শদীপ। ১ রান করে অপরাজিত থাকেন আবেশ খান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৩ উইকেট নেন বিউরান হেনড্রিকস। ৯ ওভারে ৬৪ রান দিয়ে ২ উইকেট নেন নান্দ্রে বার্গার। ১০ ওভার বোলিং করে ৭১ রান দিয়ে ১ উইকেট নেন লিজাড উইলিয়ামস। ৭ ওভারে ৩৬ রান দিয়ে ১ উইকেট নেন উইয়ান মালডার। কেশব মহারাজ ১০ ওভার বোলিং করে ২টি মেডেন-সহ ৩৭ রান দিয়ে ১ উইকেট নেন।

ভারতের সেরা বোলার আর্শদীপ

ওডিআই ম্যাচ হলেও, ২৯৭ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া সহজ ছিল না। তবে দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেনড্রিকস (১৯) ও টনি ডে জর্জি (৮১) ইনিংসের শুরুটা ভালো করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে র‍্যাসি ভ্যান ডার ডুসেন (২) অবশ্য দ্রুত আউট হয়ে যান। অধিনায়ক এইডেন মার্করাম করেন ৩৬ রান। হেইনরিক ক্লাসেন করেন ২১ রান। ডেভিড মিলার করেন ১০ রান। মালডার ১ রান করেই আউট হয়ে যান। মহারাজ করেন ১৪ রান। হেনড্রিকস করেন ১৮ রান। ২ রান করে আউট হয়ে যান উইলিয়ামস। ১ রান করে আউট হয়ে যান বার্গার। ভারতের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন আর্শদীপ। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াশিংটন। ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন আবেশ। ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর। ৫৬ রান দিয়ে ১ উইকেট নেন মুকেশ কুমার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Sanju Samson: ওডিআই ফর্ম্যাটে প্রথম শতরান, আবেগপ্রবণ সঞ্জু স্যামসন

Usman Khawaja: পারথ টেস্টে কালো আর্মব্যান্ড পরে বিপাকে উসমান খাজা, শাস্তি দিতে পারে আইসিসি

Indian Cricket Team: ওডিআই ম্যাচে অভিষেকেই শতরান করা একমাত্র ভারতীয় ব্যাটার কে?

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা