ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি

Published : Dec 05, 2025, 06:57 PM ISTUpdated : Dec 05, 2025, 07:09 PM IST
India vs South Africa

সংক্ষিপ্ত

India vs South Africa: শনিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ। সিরিজ এখন ১-১। ফলে যে দল তৃতীয় ম্যাচে জয় পাবে, তারাই সিরিজ দখল করবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুই ক্রিকেটারের চোটে চাপে প্রোটিয়ারা।

DID YOU KNOW ?
দেশের মাটিতে চাপে ভারত
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ০-২ হেরে গিয়েছে ভারতীয় দল। ওডিআই সিরিজের ফল এখন ১-১।

India vs South Africa ODI Series: শনিবার বিশাখাপত্তনমে (Visakhapatnam) ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার (Nandre Burger) ও টনি ডে জর্জি (Tony de Zorzi)। রায়পুরে (Raipur) দ্বিতীয় ওডিআই ম্যাচের পরেই জানা যায়, দক্ষিণ আফ্রিকার এই দুই ক্রিকেটার চোট পেয়েছেন। তাঁদের চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে। চিকিৎসকরা কী পরামর্শ দেন, তার উপরেই এই দুই ক্রিকেটারের খেলা নির্ভর করছে। সম্পূর্ণ ফিট না থাকলে তাঁদের খেলানোর ঝুঁকি নেবে না প্রোটিয়া শিবির। বার্গার ও জর্জি খেলতে না পারলে দক্ষিণ আফ্রিকা দলের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। এই দুই ক্রিকেটার ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁরা খেলতে না পারলে পরিবর্ত হিসেবে যাঁরা খেলবেন তাঁদের উপর চাপ থাকবে। ফলে ভারতীয় দলের সুবিধা হতে পারে।

রায়পুরেই চোট বার্গার-জর্জির

শুক্রবার সাংবাদিক বৈঠকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড (Shukri Conrad) জানিয়েছেন, ‘রায়পুরে দ্বিতীয় ওডিআই চলাকালীন খোঁড়াচ্ছিল পেসার নান্দ্রে বার্গার ও ব্যাটার টনি ডে জর্জি। ওদের স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়। স্ক্যানের ফল কী আসে তার উপর ওদের খেলা নির্ভর করছে।’ প্রোটিয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রায়পুরে ম্যাচ চলাকালীনই এই দুই ক্রিকেটার অস্বস্তি বোধ করছিলেন। তাঁরা মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছেন। চোট পরীক্ষা করে তবেই তাঁদের খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরিবর্ত হিসেবে কারা খেলতে পারেন?

বার্গার ও জর্জি যদি শনিবার খেলতে না পারেন, তাহলে তাঁদের পরিবর্তে কারা খেলতে পারেন, সে বিষয়ে আলোচনা চলছে। প্রোটিয়া শিবির সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে, বার্গারের পরিবর্তে খেলতে পারেন ওটনিল বার্টম্যান (Ottneil Baartman)। তবে পিচ দেখে যদি মনে হয় স্পিনাররা সাহায্য পেতে পারেন, তাহলে কেশব মহারাজ (Keshav Maharaj) বা তাবরেজ শামসিকেও (Tabraiz Shamsi) খেলানো হতে পারে। ওডিআই সিরিজে ভারতের অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) স্বীকার করেছেন, তাঁরা স্পিন বোলিং ভালোভাবে সামাল দিতে পারছেন না। এরই সুযোগ নিতে চাইছে দক্ষিণ আফ্রিকা। জর্জির পরিবর্তে খেলার সুযোগ পেতে পারেন রায়ান রিকেলটন (Ryan Rickelton)। সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ।
শনিবার বিশাখাপত্তনমে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হতে চলেছে।
Read more Articles on
click me!

Recommended Stories

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
India vs South Africa T20: বারাবটিতে ভারত-দক্ষিণ আফ্রিকা টি২০ ম্যাচের টিকিট কাটা নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা!