শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট-জয়, ইডেনে খেলতে নামার আগে আত্মবিশ্বাস বেড়ে গেল ভারতের

Published : Jan 10, 2023, 09:23 PM ISTUpdated : Jan 10, 2023, 09:50 PM IST
rohit virat

সংক্ষিপ্ত

প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে।

ওডিআই ম্যাচে প্রথমে কোনও দল ব্যাটিং করার পরেই জয় ১০০ শতাংশ নিশ্চিত হয়ে যায়, এরকম ম্যাচ খুব বেশি দেখা যায় না। তবে মঙ্গলবার এরকমই একটি ম্যাচ দেখতে পেলেন ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ভারতের ইনিংস শেষ হওয়ার পরেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের জয় নিশ্চিত হয়ে যায়। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা নিশ্চয়ই টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য আফশোস করছেন। তাঁর এই সিদ্ধান্ত ভারতীয় দলের কাজটা সহজ করে দেয়। তবে বিরাট, রোহিত, শুবমান গিলরা যে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন, সেটাকে কোনওভাবেই খাটো করা যাবে না। এদিন অসাধারণ শতরান করেন বিরাট। পরপর ২ ওডিআই ম্যাচে শতরান করলেন তিনি। ওপেন করতে নেমে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলেন রোহিত। ৭০ রান করেন শুবমান। মূলত এই ৩ ব্যাটারের দাপটে ৭ উইকেটে ৩৭৩ রান করে ভারত। সেই রানের ধারেকাছেও পৌঁছতে পারেনি শ্রীলঙ্কা।

৩৭৪ রানের টার্গেট যে শ্রীলঙ্কা তাড়া করতে পারবে না, সে ব্যাপারে কারও সংশয় ছিল না। শ্রীলঙ্কার ব্যাটাররা কতক্ষণ লড়াই করতে পারেন সেটা নিয়েই সবার আগ্রহ ছিল। শ্রীলঙ্কা কিন্তু খারাপ লড়াই করল না। অপরাজিত শতরান করলেন শনাকা। তিনি ৮৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ৭২ রান করেন ওপেনার পথুম নিশাঙ্ক। ৪৭ রান করেন ধনঞ্জয় ডি সিলভা। ২৩ রান করেন চরিত আসালাঙ্কা। ১৬ রান করেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ১৪ রান করেন চামিকা করুণারত্নে ৮ উইকেটে ৩০৬ রান করে শ্রীলঙ্কা। ফলে ৬৭ রানে জয় পায় ভারত।

এই ম্যাচে ভারতের বোলারদের মধ্যে ৫৭ রান দিয়ে ৩ উইকেট নেন উমরান মালিক। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন মহম্মদ সিরাজ। ১ উইকেট করে নেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া ও যুজবেন্দ্র চাহাল।

অফ ফর্মে থাকা কে এল রাহুলকে এই ম্যাচে দলে রাখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই ম্যাচে দ্বিশতরান করা ঈশান কিষানকে বাদ দিয়ে রাহুলকে দলে রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন ২ প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ ও মহম্মদ কাইফ। রাহুল অবশ্য এদিন একেবারে খারাপ পারফরম্যান্স দেখাননি। তিনি ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৯ বলে ৩৯ রান করেন। 

আরও পড়ুন-

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি

কাতার বিশ্বকাপের পর ফের চমক, বিনামূল্যে বাংলা-সহ ১১টি ভাষায় আইপিএল দেখা যাবে জিও অ্যাপে

সামনে প্রিয় ক্রিকেটারকে দেখে কেঁদে ফেলল শিশু, এগিয়ে গিয়ে আদর রোহিতের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?