গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ শতরান করলেন বিরাট কোহলি। তাঁর এই দুর্দান্ত ইনিংসের সুবাদে বিশাল স্কোর করল ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে করেছিলেন ১১৩ রান। মঙ্গলবার নতুন বছরের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধেও করলেন ১১৩ রান। পরপর ২ ওডিআই ম্যাচে শতরান করলেন বিরাট কোহলি। ওডিআই ফর্ম্যাটে তাঁর ৪৫টি শতরান হয়ে গেল। বিরাটের এই অসাধারণ ইনিংসের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৭৩ রান করল ভারত। এদিন ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৮০ বলে শতরান পূর্ণ করেন বিরাট। তিনি শেষপর্যন্ত ৮৭ বলে ১১৩ রান করে আউট হয়ে যান। বিরাটের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ১টি ওভার-বাউন্ডারি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৯টি শতরান হয়ে গেল বিরাটের। দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ৯৯ ইনিংস খেলে তিনি ২০-তম শতরান করলেন। কোনও একটি দেশে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকার শীর্ষে বিরাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশের মাটিতে ওডিআই ফর্ম্যাটে ১৬০ ইনিংস খেলে ২০টি শতরান করেন।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। তাঁর এই সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা শুরু থেকেই বুঝিয়ে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও শুবমান গিল। ওপেনিং জুটিতে যোগ হয় ১৪৩ রান। রোহিত ৬৭ বলে ৮৩ রানের অসাধারণ ইনিংস খেলেন। শুবমান ৭০ রান করেন। শুবমান আউট হওয়ার পর ক্রিজে যান বিরাট। তিনি যখন আউট হন, তখন ভারতের স্কোর ৩৬৪।
৪ নম্বরে নেমে ২৮ রান করেন শ্রেয়াস আইয়ার। ৫ নম্বরে নেমে ৩৯ রান করেন কে এল রাহুল। ৬ নম্বরে নামা হার্দিক পান্ডিয়া করেন ১৪ রান। অক্ষর প্যাটেল করেন ৯ রান। মহম্মদ শামি ৪ ও মহম্মদ সিরাজ ৭ রান করে অপরাজিত থাকেন।
শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট পেলেও ১০ ওভার বোলিং করে ৮৮ রান দেন কাসুন রঞ্জিতা। ১ উইকেট করে নেন দিলশান মদুশনাকা, চামিকা করুণারত্নে, দাসুন শনাকা ও ধনঞ্জয় ডি সিলভা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-১ ফলে জিতে নিয়েছে ভারত। এবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই যে স্কোর করলেন বিরাট-রোহিতরা, তাতে জয় নিশ্চিত। নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় দল। এই ছন্দ ধরে রাখাই বিরাটদের লক্ষ্য। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপের কথা মাথায় রেখেই এগিয়ে চলেছে ভারতীয় দল।
আরও পড়ুন-
কাতার বিশ্বকাপের পর ফের চমক, বিনামূল্যে বাংলা-সহ ১১টি ভাষায় আইপিএল দেখা যাবে জিও অ্যাপে
সামনে প্রিয় ক্রিকেটারকে দেখে কেঁদে ফেলল শিশু, এগিয়ে গিয়ে আদর রোহিতের
দ্বিশতরান করার পরেও বাদ ঈশান কিষান! ক্ষুব্ধ ভেঙ্কটেশ প্রসাদ, মহম্মদ কাইফ