বিরাট-শুবমানের শতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও বিশাল স্কোর ভারতের

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ফের অসাধারণ পারফরম্যান্স দেখাল ভারতের ব্যাটিং লাইনআপ। বিরাট কোহলি, শুবমান গিলদের দাপটে ম্রিয়মান হয়ে গেল শ্রীলঙ্কার বোলিং লাইনআপ।

শুবমান গিল ও বিরাট কোহলির অসাধারণ শতরানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করল ভারতীয় দল। ৫ উইকেটে ৩৯০ রান করল ভারত। শুবমান ৯৭ বলে ১১৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। অধিনায়ক রোহিত শর্মা করেন ৪২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে অসাধারণ ইনিংস খেলেন বিরাট। তিনি ১৬৬ রান করে অপরাজিত থাকেন। শ্রেয়াস আইয়ার করেন ৩৮ রান। কে এল রাহুল অবশ্য এদিন বড় রান পাননি। তিনি ৭ রান করেই আউট হয়ে যান। সূর্যকুমার যাদব মাত্র ৪ রান করেই আউট হয়ে যান। ২ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন লাহিড়ু কুমারা। এই পেসার ১০ ওভার বল করে ৮৭ রান দিয়ে ২ উইকেট নেন। কাসুন রঞ্জিতা ১০ ওভার বল করে ৮১ রান দিয়ে ২ উইকেট নেন। সবচেয়ে কম রান দেন ওয়ানিন্দু হাসারঙ্গা। তিনি ১০ ওভার বল করে দেন ৫৪ রান।

এদিন ভারতীয় দলে জোড়া পরিবর্তন করা হয়। হার্দিক পান্ডিয়া ও উমরান মালিককে বিশ্রাম দিয়ে খেলার সুযোগ দেওয়া হয় সূর্যকুমার ও ওয়াশিংটন সুন্দরকে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রোহিত। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৫ রান। এরপর বিরাটের সঙ্গে শুবমানের জুটিতে যোগ হয় ১৩১ রান। শেষদিকে ভারতীয় দল পরপর উইকেট হারালেও অপরাজিত থেকে যান বিরাট। 

Latest Videos

ওডিআই ফর্ম্যাটে ৪৬-তম শতরান করলেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচেও শতরান করেন বিরাট। ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বড় রান না পেলেও তিরুঅনন্তপুরমে ফের অসাধারণ ইনিংস খেললেন এই তারকা ব্যাটার। ওডিআই ফর্ম্যাটে ৪ ইনিংসে ৩ শতরান হয়ে গেল বিরাটের। তিনি যেভাবে খেলে চলেছেন, তাতে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়তে পারেন বিরাট। 

এদিন বিরাটের পাশাপাশি অসাধারণ ইনিংস খেললেন শুবমানও। ওপেন করতে নেমে দলকে বিশাল স্কোরে পৌঁছতে সাহায্য করেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। বিরাটের ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফির ম্যাচ খেলে ফিটনেসের প্রমাণ দিতে হবে রবীন্দ্র জাদেজাকে

৬ সপ্তাহ পরে ফের অস্ত্রোপচার হবে ঋষভ পন্থের, বিশ্বকাপে খেলার সম্ভাবনা কমছে

২৩ জানুয়ারি বিয়ে করছেন কে এল রাহুল-আথিয়া শেট্টি, অনুষ্ঠান হবে খান্ডালায়

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today