রাহুলের অপরাজিত অর্ধশতরান, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ জয় ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কাকে হারিয়ে ওডিআই সিরিজ জিতে নিল ভারত। টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজেও সহজ জয় পেল ভারতীয় দল।

ইডেন খালি হাতে ফেরাল না রোহিত শর্মাকে। ভারতের অধিনায়ক নিজে বড় রান না পেলেও, দল সহজেই শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জিতে নিল। এদিন ভারতের জয়ের অন্য়তম নায়ক কে এল রাহুল। খারাপ ফর্মে জন্য সমালোচনার মুখে পড়লেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতীয় দলে ফিরে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা ব্যাটার। গুয়াহাটিতে প্রথম ম্যাচে ৩৯ রান করার পর বৃহস্পতিবার ইডেনে অপরাজিত অর্ধশতরান করলেন রাহুল। তাঁর অসাধারণ ইনিংসের ফলে ৪ উইকেটে জয় পেল ভারত। ১০৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন রাহুল। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। এদিন রাহুল যখন ব্যাটিং করতে নামেন, তখন কিছুটা চাপে ছিল ভারতীয় দল। ক্রিজে টিকে থাকা জরুরি ছিল। প্রথমে হার্দিক পান্ডিয়া ও পরে অক্ষর প্যাটেলের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন রাহুল। এই দু'টি পার্টনারশিপই ভারতের জয় নিশ্চিত করে।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। তাঁর এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। মাত্র ২১৫ রানেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। অভিষেক ম্যাচে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন নুয়ানিন্দু ফার্নান্ডো। তিনি রান আউট হয়ে যেতেই শ্রীলঙ্কার বড় স্কোরের স্বপ্ন শেষ হয়ে যায়। ৩ নম্বরে নামা কুশল মেন্ডিস করেন ৩৪ রান। নুয়ানিন্দু ও মেন্ডিসের পার্টনারশিপই শ্রীলঙ্কার ইনিংসে উল্লেখ করার মতো। শেষদিকে লডা়ই করেন দুনিথ ওয়েল্লালাগে। তিনি করেন ৩৪ রান। 

Latest Videos

ভারতের হয়ে অসাধারণ বোলিং করেন কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও উমরান মালিক। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন সিরাজ। ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন উমরান। ১৬ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর। 

রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৭ রান। অপর ওপেনার শুবমান গিল করেন ২১ রান। ৩ নম্বরে নেমে মাত্র ৪ রান করেন বিরাট কোহলি। শ্রেয়াস আইয়ার করেন ২৮ রান। হার্দিক করেন ৩৬ রান। অক্ষর করেন ২১ রান। ১০ রান করে অপরাজিত থাকেন কুলদীপ।

শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট করে নেন চামিকা করুণারত্নে ও লাহিড়ু কুমারা। ১ উইকেট করে নেন কাসুন রঞ্জিতা ও ধনঞ্জয় ডি সিলভা।

আরও পড়ুন-

রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে ৩৭৯, টেস্ট দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ল পৃথ্বী শ-র

রোহিত শর্মা দলে ফেরায় অনেক বেশি চাপমুক্ত লাগছে, জানালেন হার্দিক পান্ডিয়া

রোহিত শর্মাকে সামনে দেখে আবেগে কান্না শিশুর, এগিয়ে গিয়ে গাল টিপে দেন ভারতের অধিনায়ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |