Hardik Pandya: ফিটনেসই একমাত্র কারণ? হার্দিককে অধিনায়কত্ব থেকে সরানোর ব্যাখ্যা আগরকরের

Published : Jul 22, 2024, 01:12 PM ISTUpdated : Jul 22, 2024, 01:42 PM IST
Hardik Pandya

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক বা সহ-অধিনায়ক হিসেবে নেই হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের পরেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত দলে অধিনায়ক বা সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়নি। টি-২০ সিরিজে অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সাংবাদিক বৈঠকে এর ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি বলেছেন, ‘হার্দিক এখনও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে ওর ফিটনেস সংক্রান্ত সমস্যা আছে। এর ফলে কোচ বা নির্বাচকদের কাজ কঠিন হয়ে যায়। ফিটনেস নিয়ে ওর সমস্যার কথা সবারই জানা। আমরা এমন একজনকে চাইছিলাম, যাকে সবসময় পাওয়া যাবে। তবে একইসঙ্গে আমাদের বিশ্বাস, সূর্যর মধ্যে অধিনায়ক হওয়ার জরুরি গুণ আছে। আমাদের আরও মনে হয়, হার্দিককে ভালোভাবে ব্যবহার করতে পারব। ও ব্যাট, বল হাতে কী করতে পারে সেটা আমরা বিশ্বকাপে দেখেছি। আমরা সব খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। ওদের ভূমিকা বদলে গিয়েছে কিনা সে বিষয়ে আলোচনা করেছি। আমরা হার্দিকের সঙ্গেও কথা বলেছি।’

সতীর্থদের আস্থা হারিয়েছেন হার্দিক?

সাংবাদিক বৈঠকে আগরকর জানিয়ছেন, ভারতীয় দলের সঙ্গে যুক্ত সবার সঙ্গে কথা বলেই সূর্যকুমারকে অধিনায়ক করা হয়েছে। তাঁর এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, তাহলে কি সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক নেই হার্দিকের? তিনি কি সতীর্থদের আস্থা হারিয়েছেন? এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি আগরকর। তবে ইঙ্গিত দিয়েছেন, হার্দিককে নিয়ে সমস্যা আছে।

সূর্যকুমারের উপর আস্থা আগরকরের

টি-২০ ফর্ম্যাটে বিশ্বের সেরা ব্যাটার সূর্যকুমার। তিনি অধিনায়ক হিসেবেও সাফল্য পাবেন বলে আশাবাদী আগরকর। কয়েকটি ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলেছেন সূর্যকুমার। সেই ম্যাচগুলিতে তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে শ্রীলঙ্কা সফরে সাফল্য পেলে সূর্যকুমারকেই টি-২০ ফর্ম্যাটে পাকাপাকিভাবে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রেখে দেওয়া হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

S Badrinath: 'খারাপ ভাবমূর্তি, ট্যাটু, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কই কি ভারতীয় দলে সুযোগ পাওয়ার শর্ত?' তোপ বদ্রীনাথের

ডিভোর্স দিয়ে প্রায় পথে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া! জানেন কত খোরপোষ দিতে হবে নাতাশাকে?

India vs Sri Lanka : টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সেও চিঁড়ে ভিজল না, টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব হারালেন হার্দিক

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত