ডিভোর্স দিয়ে প্রায় পথে বসতে চলেছেন হার্দিক পান্ডিয়া! জানেন কত খোরপোষ দিতে হবে নাতাশাকে?

Published : Jul 22, 2024, 11:13 AM IST
Hardik Pandya, Natasa Stankovic

সংক্ষিপ্ত

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খোরপোষ বাবদ নাতাশাকে বেশ মোটা টাকা দিয়েছেন হার্দিক। তারকা ক্রিকেটারের সম্পত্তির সিংহভাগই নাকি দিয়ে দিয়েছেন প্রাক্তন স্ত্রীকে।

বিবাহবিচ্ছেদের কথা ঘোষণার পরেই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে কত টাকা খোরপোষ দিতে হল তা নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়। উল্লেখ্য, আইপিএলের সময় থেকেই হার্দিক পান্ডিয়ার ডিভোর্সের (Hardik Pandya Divorce) গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশ্বকাপ জয়ের পরেও স্বামীকে শুভেচ্ছা জানাননি নাতাশা। এরপর সেই জল্পনা আরও তীব্র হয়। অবশেষে দিন কয়েক আগেই নিজেরাই বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন। জানিয়ে দেন, দু'জনের সম্মতিতেই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শোনা যায়, মাত্র ১৭ বছর বয়স থেকে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হার্দিকের (Hardik Pandya) সদ্য প্রাক্তন স্ত্রী। বেশ কিছু বলিউড সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। এছাড়া সলমন খান সঞ্চালিত 'বিগ বস ৮'এর প্রতিযোগী ছিলেন তিনি। তবে বাদশার 'ডিজেওয়ালে বাবু' গানের পর থেকে ক্রমশ বাড়তে থাকে এই অভিনেত্রীর জনপ্রিয়তা।

বিয়ের পর থেকে অবশ্য সেভাবে অভিনয় জগতে দেখা যায়নি নাতাশাকে। স্বামী, সন্তান, সংসার নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। সেই সঙ্গেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে চলছিল উপার্জন। তবে হার্দিক এবং নাতাশার একমাত্র পুত্র অগস্ত্য পান্ডিয়া তাঁর মায়ের কাছেই থাকবে বলে খবর। তবে ডিভোর্সের ঘোষণার যৌথ বিবৃতিতে হার্দিক, নাতাশা জানিয়েছেন ছেলেকে কো-প্যারেন্ট হিসেবে বড় করবেন তাঁরা। অর্থাৎ বিয়ে ভাঙলেও ছেলের জন্য মা-বাবার দায়িত্ব পালনে কোনও ত্রুটি রাখবেন না দু'জনে।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খোরপোষ বাবদ নাতাশাকে বেশ মোটা টাকা দিয়েছেন হার্দিক (Hardik Pandya Divorce)। তারকা ক্রিকেটারের সম্পত্তির সিংহভাগই নাকি দিয়ে দিয়েছেন প্রাক্তন স্ত্রীকে। জানা যাচ্ছে, বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়কের সম্পত্তির পরিমাণ ৯১ কোটি টাকা। এর মধ্যে নাকি ৬৩ কোটি টাকার সম্পত্তি চলে যাবে নাতাশার কাছে।

এর আগে সমাজমাধ্যমে জল্পনা ছড়ায়, স্ত্রীকে নাকি নিজের সম্পত্তির ৭০% দিয়ে দেবেন তারকা ক্রিকেটার। এই মুহূর্তে নাতাশার (Natasa Stankovic) মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি। অন্যদিকে হার্দিকের হল ৯১ কোটি টাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?
IPL Brand Value: সানরাইজার্স এবং আরসিবির ব্র্যান্ড ভ্যালুর ক্ষেত্রে বড় পরিবর্তন, কোথায় দাঁড়িয়ে দুই দল?