সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেটে এখন একসঙ্গে অনেক প্রতিভাবান ক্রিকেটার এসে গিয়েছেন। সবাইকে একসঙ্গে খেলার সুযোগ দেওয়া সম্ভব নয়। কিন্তু যাঁরা খেলার সুযোগ পাচ্ছেন না তাঁদের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। জিম্বাবোয়ে সফরে দ্বিতীয় সারির দল পাঠিয়েই টি-২০ সিরিজে ৪-১ জয় এসেছে। কয়েকদিন পরেই শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর। ফলে ভারতীয় ক্রিকেটে এখন বসন্তের টাটকা বাতাস। সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি জুনিয়ররাও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। নতুন প্রধান কোচ হয়েছেন গৌতম গম্ভীর। তাঁর সঙ্গে নতুন সাপোর্ট স্টাফরাও যোগ দিচ্ছেন। সবমিলিয়ে বদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। কিন্তু এরই মধ্যে দল বাছাই নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন ক্রিকেটার সুব্রহ্মণ্যম বদ্রীনাথ। টি-২০ বিশ্বকাপে ভারতের মূল দলে রিঙ্কু সিংয়ের সুযোগ না পাওয়া, শ্রীলঙ্কা সফরে রুতুরাজ গায়কোয়াড়ের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন বদ্রীনাথ। তাঁর কটাক্ষ, ‘রিঙ্কু সিং, রুতুরাজ গায়কোয়াড়ের মতো ক্রিকেটাররা যখন ভারতীয় দলে সুযোগ পায় না, তখন মনে হয়, হয়তো খারাপ ভাবমূর্তি দরকার। মনে হচ্ছে দলে সুযোগ পেতে হলে বলিউডের অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক থাকতে হবে, ভালো মিডিয়া ম্যানেজার রাখতে হবে, শরীরে ট্যাটু থাকতে হবে। না হলে ভারতীয় দলে সুযোগ পাওয়া যাবে না।’

ক্রিকেটারদের সঙ্গে অবিচার হচ্ছে, দাবি বদ্রীনাথের

শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজের দলে জায়গা পাননি রুতুরাজ। ওডিআই সিরিজের দলে রাখা হয়নি রিঙ্কুকে। দল বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বদ্রীনাথ। তাঁর দাবি, যে ক্রিকেটারদের ভাবমূর্তি খারাপ এবং শরীরে ট্যাটু আছে, শুধু তাঁদেরই ভারতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে। কয়েকজন ক্রিকেটারের সঙ্গে অন্যায় করা হয়েছে বলেও দাবি করেছেন বদ্রীনাথ। তাঁর মতে, ক্রিকেটারদের দক্ষতার বদলে নির্দিষ্ট ভাবমূর্তির কথা মাথায় রেখেই দল গঠন করা হয়েছেে।

 

 

রুতুরাজের বাদ পড়া নিয়ে প্রশ্ন

শ্রীলঙ্কা সফরে টি-২০ সিরিজে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। জিম্বাবোয়ে সফরে ভালো পারফরম্যান্স দেখানোর পরেও টি-২০ সিরিজের দলে জায়গা পাননি রুতুরাজ, অভিষেক শর্মা। তাঁদের সুযোগ না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

India vs Sri Lanka: শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের বোলিং কোচ সাইরাজ বাহুতুলে

Hardik Pandya: ফিটনেস সংক্রান্ত সমস্যা? অধিনায়কত্ব হারানোর পর মুখ খুললেন হার্দিক

India vs Sri Lanka: শ্রীলঙ্কা সফরে দলে ফিরলেন, ওডিআই সিরিজে খেলবেন রোহিত-বিরাট