ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে হানা দিল বৃষ্টি। একাধিকবার বন্ধ হয়ে গেল ম্যাচ। ফলে ওভার সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হলেন আম্পায়াররা।
বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ দখল করল ভারতীয় দল। সিরিজের তৃতীয় ম্যাচ বাকি। সেই ম্যাচ জিতে সিরিজের ফল ৩-০ করাই সূর্যকুমার যাদবদের লক্ষ্য। নতুন অধিনায়ক সূর্যকুমার এবং নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের শুরুটা দারুণভাবে করেছে ভারতীয় দল। সিরিজের প্রথম ২ ম্যাচেই সহজ জয় এল। এরপর টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ এবং ওডিআই সিরিজের ৩ ম্যাচ বাকি। ভারতীয় দল এখন যে ফর্মে, তাতে শ্রীলঙ্কা সফরে সব ম্যাচই জেতা উচিত। আত্মতুষ্ট হয়ে না পড়লে ভারতীয় দলের জয়ই স্বাভাবিক।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের জয়
রবিবার বৃষ্টির জেরে দেরিতে শুরু হয় ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক সূর্যকুমার। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬১ রান করে শ্রীলঙ্কা। সর্বাধিক ৫৩ রান করেন কুশল পেরেরা। ওপেনার পথুম নিশাঙ্ক করেন ৩২ রান। কামিন্দু মেন্ডিস করেন ২৬ রান। ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রবি বিষ্ণোই। ৩ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ২ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
হার্দিকের ঝোড়ো ব্যাটিং
বৃষ্টির জন্য ভারতের ইনিংসে ওভার সংখ্যা কমে হয় ৮। ডাকওয়ার্থ-লুইস নিয়মে ভারতের টার্গেট হয় ৭৮। ৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভারত। ওপেনার যশস্বী জয়সোয়াল ১৫ বলে ৩০ রান করেন। ১২ বলে ২৬ রান করেন সূর্যকুমার। ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ২ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। রান পাননি সঞ্জু স্যামসন। তিনি প্রথম বলেই আউট হয়ে যান। শ্রীলঙ্কার হয়ে ১ উইকেট করে নেন মাহিশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাথিসা পাথিরানা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিফলে স্মৃতির লড়াই, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের
জয় দিয়ে শুরু শ্রীলঙ্কা সফর, ভারতীয় ক্রিকেটে গম্ভীর-যুগের শুরুতেই সূর্যকুমারদের মুখে হাসি
আর্থিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পাশে থাকার সিদ্ধান্ত, ঐতিহাসিক পদক্ষেপ ইংল্যান্ডের