বিফলে স্মৃতির লড়াই, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার ভারতের

মহিলাদের এশিয়া কাপে সবচেয়ে ধারাবাহিক দল ভারত। ৯ বার মহিলাদের এশিয়া কাপ হয়েছে। প্রতিবারই ফাইনাল খেলেছে ভারত। কিন্তু এবার চ্যাম্পিয়ন হতে পারল না ভারত।

Soumya Gangully | Published : Jul 28, 2024 12:58 PM IST / Updated: Jul 28 2024, 07:15 PM IST

মহিলাদের এশিয়া কাপে সব ম্যাচে দাপট দেখালেও, রবিবার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গেল ভারতীয় দল। এদিন ৮ উইকেটে জয় পেয়ে চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। বোলারদের ব্যর্থতার জন্যই হেরে গেল ভারত। স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজের লড়াই বিফলে গেল। শ্রীলঙ্কার হয়ে অসাধারণ ব্যাটিং করলেন অধিনায়ক চামারি আটাপাট্টু ও হর্ষিত সমরবিক্রমা। ভারতের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। ফলে প্রথমবার মহিলাদের এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। ভারতীয় দল ৭ বার এই টুর্নামেন্ট জিতেছে। ২০২২ সালেও চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু এবার আর খেতাব জিততে পারল না হরমনপ্রীত কউরের দল।

ফাইনালে ছন্দ হারাল ভারত

Latest Videos

রবিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু তাঁর পরিকল্পনা কার্যকর হল না। স্মৃতি, রিচা ও জেমাইমা ছাড়া ভারতের অন্য কোনও ব্যাটার লড়াই করতে পারেননি। ওপেন করতে নেমে ৪৭ বলে ৬০ রান করেন স্মৃতি। তিনি ১০টি বাউন্ডারি মারেন। অপর ওপেনার শেফালি ভার্মা ১৯ বলে ১৬ রান করেন। ১১ রান করেই আউট হয়ে যান হরমনপ্রীত। ১৬ বলে ২৯ রান করে জেমাইমা। ১৪ বলে ৩০ রান করেন রিচা। ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত।

শ্রীলঙ্কার অনায়াস জয়

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার ভীষ্মি গুণরত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর আর কোনও সমস্যা হয়নি। ৪৩ বলে ৬১ রান করেন চামারি। ৫১ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন হর্ষিতা। ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিশা দিলহারি। ফলে প্রথমবার মহিলাদের ক্রিকেটে এশিয়ার সেরা প্রতিযোগিতা জিতল শ্রীলঙ্কা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

জয় দিয়ে শুরু শ্রীলঙ্কা সফর, ভারতীয় ক্রিকেটে গম্ভীর-যুগের শুরুতেই সূর্যকুমারদের মুখে হাসি

আর্থিকভাবে পিছিয়ে থাকা জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের পাশে থাকার সিদ্ধান্ত, ঐতিহাসিক পদক্ষেপ ইংল্যান্ডের

কর্ণাটক প্রিমিয়ার লিগে মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে খেলবেন, পেশাদার ক্রিকেটার হচ্ছেন রাহুল দ্রাবিড়ের ছেলে

Share this article
click me!

Latest Videos

'জামাই আদর?' সপ্তম বার! আজও CBI-এর মুখোমুখি সন্দীপ, কি হবে আজ? দেখুন | Sandip Ghosh RG Kar
তাল মেলাতে গিয়ে হিমশিম! প্রতিবাদ মঞ্চে গিটার বাজিয়ে ভাইরাল সায়ন্তিকা | Sayantika Banerjee News |
একজোট BJP, RG Kar কাণ্ডের আসল সত্য ফাঁস করে ঝড় তুললেন রুদ্রনীল, দেখুন | Rudranil Ghosh |
গোয়াল ঘরে গৃহবধূকে...পালাল TMC কর্মী! আর জি কর কাণ্ডের মধ্যেই, চাঞ্চল্য বোলপুরে | Bolpur News Today
'অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি শাসন জারি হবে' বিস্ফোরক দাবি Dilip Ghosh-এর | R G Kar